নিজস্ব প্রতিবেদক

  ০৯ মার্চ, ২০১৮

জাফর ইকবাল হত্যাচেষ্টা

শহীদ মিনারে ২০ মার্চ গণজমায়েত করবে ১৪ দল

জনপ্রিয় লেখক ও অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে গণজমায়েত করার ঘোষণা দিয়েছে ১৪ দলীয় জোট। গতকাল বৃহস্পতিবার দুপুরে ধানম-িতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে জোটের বৈঠক শেষে এ কথা জানান মুখপাত্র মোহাম্মদ নাসিম।

মোহাম্মদ নাসিম বলেন, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের একজন প্রখ্যাত শিক্ষকের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা। এর দ্বারা পরাজিত অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। ১৪ দল মনে করে কোনো অশুভ শক্তির ইঙ্গিতে তারা মাথাচাড়া দিয়ে উঠছে। নির্বাচন সামনে রেখে নির্বাচনকে ভ-ুল করার জন্য এ অশুভ শক্তি তৎপর। বিএনপি-জামায়াত পরিবেশ উত্তপ্ত করার অশুভ ইঙ্গিত দিচ্ছে এ ঘটনার মাধ্যমে।

জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে গণজমায়েত করা হবে জানিয়ে নাসিম বলেন, জাফর ইকবালের ওপর এ হামলার প্রতিবাদে ২০ মার্চ কেন্দ্রীয় শহীদ মিনারে গণজমায়েত করবে ১৪ দল।

সংবাদ সম্মেলনে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, আমার জানা মতে, জেলখানায় এরকম বৈঠক হতে শুনিনি, এদেশে এভাবে জেলখানায় দলের নেতাদের

নিয়ে বৈঠক প্রথম। খালেদা জিয়া জেলে থাকলেও ভালো আছেন, সেখানে বসে দলের স্ট্যান্ডিং কমিটির বৈঠক করে ফেলেছেন। এর জন্য সরকারকে সাধুবাদ জানানো উচিত। ফেরদৌসী প্রিয়ভাষিণীর মৃত্যুতে ১৪ দলের পক্ষ থেকে শোক প্রকাশ করেন মোহাম্মদ নাসিম।

সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন, জাসদের একাংশের সভাপতি শরিফ নুরুল আম্বিয়া, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম খান, আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য আবদুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপদফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist