প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৬ মার্চ, ২০১৮

পৃথক সড়ক দুর্ঘটনায় চার জেলায় নিহত ৫

পৃথক সড়ক দুর্ঘটনায় গতকাল সোমবার চার জেলায় শিক্ষার্থীসহ পাঁচজন নিহত হয়েছে। প্রতিনিধির পাঠানো খবর :

ধামরাই (ঢাকা) : জেলার ধামরাইয়ের কাওয়ালীপাড়া এলাকায় একটি বালুভর্তি ট্রাক খাদে পড়ে মো. আনোয়ার হোসেন (৩৫) নামে ট্রাকের হেলপার নিহত হয়েছেন। গতকাল সকাল ৫টার দিকে সাটুরিয়া-কাওয়ালীপাড়া আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত মো. আনোয়ারের বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতী থানার পুংলী গ্রামে। এ তথ্য নিশ্চিত করেন কাওয়ালীপাড়ার পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপপরিদর্শক মো. নুরুল ইসলাম। অপরদিকে ধামরাইয়ে আতাউর রহমান খান স্কুল অ্যান্ড কলেজের গেটের সামনে সড়ক দুর্ঘটনায় মো. মনোয়ার হোসেন (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল দুপুর ১২টার দিকে কালামপুর-বালিয়া আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত মনোয়ারে বাড়ি ধামরাই উপজেলা বালিয়া ইউনিয়নের বাস্তা গ্রামের মৃত আকবরের ছেলে।

ভূঞাপুর (টাঙ্গাইল) : জেলার ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের স্থলকাশি নামক স্থানে বালুবাহী ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জীবন মন্ডল (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। সে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কুকাদাইর গ্রামের সঞ্জাব আলীর ছেলে। এ তথ্য নিশ্চিত করেন বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা অফিসার ইনচার্জ আছাবুর রহমান।

কেশবপুর (যশোর) : জেলার কেশবপুরের পাঁজিয়া বাজারে দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শফিকুল ইসলাম (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত রোববার রাত ৯টার দিকে উপজেলার নেপাকাঠি গ্রামের আজব আলীর ছেলে শফিকুল ইসলাম সাইকেলে পাঁজিয়া বাজারে আসার পথে দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে।

মৌলভীবাজার : সদর উপজেলার কৈয়ারখালী বাজারে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় গতকাল সোমবার দুপুরে সাইফুল ইসলাম (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার বৌলাসী এলাকার সুফান মিয়ার ছেলে। মৌলভীবাজার মডেল থানার উপপরিদর্শক আনজির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist