চট্টগ্রাম ব্যুরো

  ২০ ফেব্রুয়ারি, ২০১৮

চবিতে পাহাড়ি ছাত্রদের সংঘর্ষ আহত ৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পাহাড়ি ছাত্রদের এক গ্রুপের হামলায় অপর গ্রুপের তিনজন আহত হয়েছেন। গতকাল সোমবার সকালে চবির দুই নম্বর গেট এলাকার একটি কটেজে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- সুবিনয় চাকমা, নিউটন চাকমা ও অমৃত চাকমা। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর আগে গত রোববার বিকেলে পাহাড়ি ছাত্রদের দুই গ্রুপের সদস্যরা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। ওই ঘটনার জের ধরে রাতে ফের তারা হাতাহাতিতে জড়ায়। সোমবার সকালে ফের সংঘাতে জড়িয়ে পড়ে দুই গ্রুপ। এতে তিনজন আহত হয়। আহতরা ইউপিডিএফ সমর্থিত ‘বৃহত্তর চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের’ চবি শাখার সদস্য। তাদের অভিযোগ, জেএসএস সমর্থিত ‘পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের’ নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র বলেন, পাহাড়ি ছাত্র পরিষদের অন্তঃকোন্দলের জেরে এ ঘটনা ঘটেছে। দুই পক্ষই অভিযোগ করেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist