নিজস্ব প্রতিবেদক

  ৩০ জানুয়ারি, ২০১৮

৫৭ ধারার পুরনো মামলা চলবে

আইজিপি

সমালোচিত ৫৭ ধারাসহ কয়েকটি ধারা বিলুপ্ত করে সেগুলোর বিস্তারিত বিন্যাস সংযোজনের মাধ্যমে ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়নের প্রস্তাবে সরকার সায় দিলেও ওইসব ধারায় হওয়া আগের মামলাগুলো কার্যক্রম চলবে বলে জানিয়েছেন আইজিপি এ কে এম শহীদুল হক। গতকাল সোমবার বিকেলে পুলিশ সদর দফতরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে পুলিশপ্রধান বলেন, ‘আইন যখন তৈরি হয় বা ওই আইন যখন সংশোধন বা রদ হবে, ওই আইনের অতীতের সব কর্মকা- কিন্তু অব্যাহত থাকবে। তা কখনো বাতিল হয় না। কিন্তু যেদিন থেকে ওই আইন সংশোধন বা এনফোর্স হবে; সেদিন থেকে পুরনো আইন বাতিল হবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে ‘ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮’-এর খসড়া অনুমোদন পায়। নতুন আইন পাস হলে তথ্যপ্রযুক্তি আইনের ৫৪, ৫৫, ৫৬, ৫৭ ও ৬৬ ধারা বিলুপ্ত হবে। তার বদলে এসব ধারার বিস্তারিত ব্যাখ্যা করে অপরাধের প্রকৃতি অনুযায়ী শাস্তির বিধান রাখা হচ্ছে নতুন আইনে। প্রস্তাবিত আইনে জামিনযোগ্য ও জামিন অযোগ্য বেশ কিছু ধারাও রয়েছে।

সদও দফতরের নির্দেশ ছাড়া মামলা নিতে নিষেধ করেছেন জানিয়ে আইজিপি বলেন, এরপর যেসব মামলা নেওয়া হয়েছে তা যাচাই-বাছাই করে নেওয়া হয়েছে। সত্যতা আছে তাই কিছু মামলা নেওয়া হয়েছে। নতুন আইনেও ৫৭ ধারার মতো কিছু ধারা রয়েছে, সেক্ষেত্রেও একই নির্দেশ পুলিশ সদও দফতর থেকে থাকবে কি না জানতে চাইলে তিনি বলেন, নতুন আইন যেটা হবে সেটা হাতে না পাওয়া পর্যন্ত বিস্তারিত কিছু বলতে পারব না। যে অপরাধের জন্য ৫৭ ধারা দেওয়া হয়েছিল সেই অপরাধগুলো যদি থাকে; তাহলে তো মুশকিল। তবে বিস্তারিত না জেনে কিছু বলা যাবে না।

১০

আশুলিয়া রিপোর্টার্স ক্লাবে ভাঙচুর লুটপাট

সাভার প্রতিনিধি

আশুলিয়া ডিইপিজেড রোডে অবস্থিত আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের নির্মাণাধীন ভবন ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গত রোববার রাতে এ হামলার ঘটনা ঘটে। আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি প্রতিদিনের সংবাদের সাভার প্রতিনিধি শাহ আলম এ ব্যাপারে বলেন, ‘আমি ও আমার সাংবাদিক সহকর্মীরা পেশাগত কাজ শেষে নিজ নিজ বাসায় চলে যাই। সকালে আমার এক সহকর্মীর মোবাইল কলে জানতে পারি হামলা, ভাঙচুর ও লুটপাটের খবর। আমি ক্লাবে এসে দেখি এই অবস্থা, এ ব্যাপারে আমি নাইটগার্ডকে জিজ্ঞাসা করলে সে জানায়, এ হামলায় সময় প্রায় অজ্ঞাতনামা ১০-১৫ জনের একটি অস্ত্রধারী দল মুখোশ পরা অবস্থায় রাত আনুমানিক ৩টার দিকে সাবল, হ্যামার ও দেশীয় অস্ত্রশস্ত্রসহ হামলা করে। ইটের দেওয়াল ভাঙচুর করে ক্লাবের ভেতরে প্রবেশ করে। এ সময় পাহারাদাররা এগিয়ে গেলে তাদের জানে মারার হুমকি দেয়। এ ঘটনায় ক্লাবের এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ব্যাপারে আশুলিয়া থানায় অভিযোগ দিলে পুলিশের উপপরিদর্শক রুহুল আমিন ঘটনাস্থল পরিদর্শন করেন। আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আবদুল আউয়াল বলেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist