দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি

  ১৯ জানুয়ারি, ২০১৮

শিশুর ওপর যৌন নির্যাতন ২০ হাজার টাকায় রফা

টাঙ্গাইলের দেলদুয়ারে শিশুর ওপর যৌন নির্যাতনের ঘটনা ২০ হাজার টাকায় রফা করেছেন পাথলাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হানিফুজ্জান লিটন। বিষয়টি নিয়ে এলাকায় ক্ষোভ তৈরি হয়েছে। জানা যায়, বছরখানেক আগে উপজেলার পাথরাইল ইউনিয়নের নরুন্দা গ্রামের সাত বছরের বালককে তারই প্রতিবেশী আবদুর রহিম মিয়ার ছেলে মেহেদী হাসান (২০) চকলেট দেওয়ার লোভ দেখিয়ে লিচু বাগানে নিয়ে যৌন নির্যাতন করে। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। পরে বিষয়টি জানাজানি হয়ে গেলে আপস মীমাংসার জন্য স্থানীয় মাতব্বর ও জনপ্রতিনিধিরা কয়েকবার সালিশি বৈঠক করেন। কিন্তু প্রতিবারই নির্যাতিত পরিবারটি ন্যায্যবিচার থেকে বঞ্চিত হয়। এর মধ্যে স্থানীয় বিভিন্ন হাসপাতালে শিশুটিকে চিকিৎসা দেওয়া হলেও কোনো রোগ নির্ণয় করতে পারেননি চিকিৎসকরা। সর্বশেষ ঢাকার শিশু হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় ক্যানসার ধরা পড়ে।

গত ১১ জানুয়ারি মেহেদী হাসানকে অভিযুক্ত করে দেলদুয়ার থানায় একটি অভিযোগ করেন শিশুটির বাবা। কিন্তু স্থানীয় ইউপি চেয়ারম্যান মীমাংসার উদ্যোগ নেওয়ায় মামলা নেয়নি থানা পুলিশ। গত বুধবার বিকেলে চেয়ারম্যান উভয়পক্ষকে নিয়ে সালিশি বৈঠকে বসেন। সেখানে অভিযুক্ত মেহেদী হাসানকে ২০ হাজার টাকা জরিমানা এবং চড়-থাপ্পড় দিয়ে সালিশের মীমাংসা দেওয়া হয়। এ ব্যাপারে পাথরাইল ইউনিয়ন চেয়ারম্যান হানিফুজ্জামান লিটন বলেন, ‘তিন-চার

বছর আগে এক শিশু নির্যাতনের শিকার হয়। তখন কেউ আমাকে বিষয়টি জানাননি। এখন আমাকে তারা জানিয়েছেন। তাদের ধারণা নির্যাতনের কারণেই সে অসুস্থ হয়ে পড়েছে। গত বুধবার দুই পক্ষের লোকজনের উপস্থিতিতে ভুক্তভোগীরা আমার দ্বারস্থ হলে অভিযুক্তকে ২০ হাজার টাকা জরিমানা ও চড়-থাপ্পড় দিয়ে সালিশের মীমাংসা দেওয়া হয়েছে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist