reporterঅনলাইন ডেস্ক
  ১৬ ডিসেম্বর, ২০১৮

মঈন খানের নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ

নরসিংদী-২ (পলাশ) আসনে বিএনপির প্রার্থী এবং দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খানের নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ করা হয়েছে দলের পক্ষ থেকে।

রোববার দুপুর সাড়ে ১২টায় পাঁচদোনা এলাকায় গণসংযোগের সময় এ হামলা করা হয়। এতে বিএনপির অন্তত ৫০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ হামলার জন্য যুবলীগ ও ছাত্রলীগকে দায়ী করা হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, হামলা মঈন খানের ড্রাইভার, সহকারী, ছাত্রদল নেতা মো. মাসুদ খান, রাসেল মিয়াসহ প্রায় ৫০জনের বেশি দলীয় নেতাকর্মী আহত হয়েছে।

আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া গুরুতর আহতদের ঢাকা আনা হচ্ছে। বিএনপির পক্ষ থেকে বলা হয়, হামলাকারীরা বিএনপি নেতাকর্মীদের ১০টি মোটরসাইকেল ভাংচুর ও চারটি মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মঈন খান,নির্বাচনী প্রচারণা,হামলা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close