reporterঅনলাইন ডেস্ক
  ১৪ নভেম্বর, ২০১৮

নয়াপল্টনে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ, আগুন

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার দুপুর পৌনে ১ টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশও টিয়ারশেল নিক্ষেপ করে। বিএনপির কর্মীরা পুলিশের দুটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শোডাউনসহ বিএনপির কার্যালয়ের সামনে মনোনয়নপ্রত্যাশীদের সমর্থকরা অবস্থান নেয়। এ সময় পুলিশ তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করলে এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।

এ সময় পুলিশের দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়। সাজোয়া যানসহ পুলিশ কিছুটা দূরত্বে অবস্থান করলেও তাদের বড় অ্যাকশানে যেতে দেখা যায়নি। ঘটনাস্থলে চরম উত্তেজনা বিরাজ করছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নয়া পল্টন,বিএনপি কার্যালয়,সংঘর্ষ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close