reporterঅনলাইন ডেস্ক
  ১৭ মে, ২০১৮

নাজিব রাজাকের বাসায় পুলিশি তল্লাশি

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বাড়িতে তল্লাশি করেছে পুলিশ। দেশটির জাতীয় নির্বাচনে পরাজিত হওয়ার মাত্র এক সপ্তাহ পর রাজাকের বাড়িতে এই তল্লাশি অভিযান চালানো হলো। মালয়েশিয়ার স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।

স্থানীয় সংবাদ মাধ্যম বলছে, রাত্রি নেমে আসার সাথে সাথেই সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বাড়িকে ঘিরে পুলিশের বেশকয়েকটি গাড়ি দেখা গেছে। মালয়েশিয়ার পুলিশ নাজিব রাজাকের বাড়ি তল্লাশির খবর নিশ্চিত করলেও বিস্তারিত কিছু জানায় নি।

এর আগে, মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ জানিয়েছিলেন, তিনি তাঁর সাবেক মিত্রের (নাজিব রাজাক) বিরুদ্ধে দূর্নীতি সংক্রান্ত তদন্ত পুনরায় চালু করতে যাচ্ছেন। কিন্তু দূর্নীতি সংক্রান্ত অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন নাজিব রাজাক। তিনি ক্ষমতায় থাকার সময় কোনোধরনের অপকর্ম করেননি বলে জানান।

গত শনিবার নাজিবের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। ওই দিন ছুটি কাটাতে পরিবারসহ দেশের বাইরে যাওয়ার উদ্যোগ নিয়েছিলেন তিনি।

প্রসঙ্গত, ২০১৫ সালে নাজিব রাজাকের বিরুদ্ধে ৭০০ মিলিয়ন ডলার রাষ্ট্রীয় তহবিল তসরুফের অভিযোগ ওঠে। কিন্তু প্রধানমন্ত্রী পদে আসীন থাকায় তাকে রেহাই দেয় কর্তৃপক্ষ।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নাজিব রাজাক,মালয়েশিয়া,পুলিশি তল্লাশি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist