কুড়িগ্রাম প্রতিনিধি

  ০৫ ডিসেম্বর, ২০১৮

কুড়িগ্রামে ধরা পড়েছে বিরল প্রজাতির মাছ

কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার সীমান্ত ঘেঁষা জালচিড়া নদীতে একটি বিরল প্রজাতির মাছ ধরা পড়েছে। এই মাছটি দেখার জন্য উপজেলার সদর ইউনিয়নের বালিয়াামারী বাজার পাড়া গ্রামের নুর হোসেন মিস্ত্রির বাড়িতে ভিড় পড়েছে উৎসুক জনতার।

এই বিরল মাছটি পাশ্ববর্তী ব্যাপারী পাড়া গ্রামের জেলে আমজাদ হোসেনের জালে মঙ্গলবার বিকালে আটকা পড়ে। এই মাছটি বর্তমান সংরক্ষিত রয়েছে বালিয়ামারী বাজার পাড়া গ্রামের নুর হোসেন মিস্ত্রির বাড়িতে।

নুর হোসেন মিস্ত্রি বলেন, তিনি মাছটিকে একটি বালতি ভর্তি পানিতে রেখেছেন। বালতিতে মাটি ফেললে ক্ষুধার্ত মাছটি তা খেয়ে ফেলছে। বিরল প্রজাতির মাছটির দৈর্ঘ্য প্রায় ১৪/১৫ ইঞ্চি। ওজন প্রায় সোয়া কেজি। গায়ে বিভিন্ন নকসা রয়েছে। মাছটির দাঁত মানুষের দাতের মতো বলেও জানান তিনি।

এলাকার শিক্ষক আতাউর রহমান বলেন, এই বিরর প্রজাতির মাছটির নাম কেউ বলতে পারছেন না। তিনি এই মাছটি সংরক্ষণের জন্য রংপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ বা মৎস্য বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুনজর কামনা করেছেন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কুড়িগ্রাম,বিরল প্রজাতির মাছ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close