reporterঅনলাইন ডেস্ক
  ২৯ মে, ২০১৮

রমজান নিয়ে মিউজিক ভিডিও ভাইরাল (ভিডিও)

রমজান উপলক্ষে বিশ্বের যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে শান্তি প্রতিষ্ঠায় অসাধারণ এক বার্তা উঠে এসেছে একটি ভিডিওতে। ভিডিওটি প্রকাশের দিনই ভাইরাল হয়েছে। এটি একটি মিউজিক ভিডিও।

ভিডিওটিতে দেখা যায়, যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্যের একটি দেশের এক শিশু মার্কিন প্রেসিডেন্টসহ বিশ্বের শক্তিশালী দেশগুলোর নেতাদের কাছে গিয়ে রমজানের শুভেচ্ছা জানাচ্ছে এবং ইফতারের আমন্ত্রণ জানাচ্ছে। সে বলছে, ‘যদি তুমি ধ্বংসাবশেষের মধ্যে আমার বাড়ি খুঁজে পাও, তাহলে ইফতার খেতে এসো। সে বলে, ইফতারের সময়টা এমনই, যখন চার্চের ঘণ্টা বাজে, বাজে অন্যান্য উপাসনালয়ের ঘণ্টা। অর্থাৎ সব ধর্মের স্বর্গ থেকেই আহ্বান আসে, কারণ, আমাদের সবার ঈশ্বর তো এক।’

তার গানে উঠে আসে কত শত স্বপ্ন নিয়ে মানুষ ভীষণ সমুদ্র পাড়ি দিতে গিয়ে প্রাণ হারাচ্ছে। সে প্রেসিডেন্ট ট্রাম্পকে বলছে, কত রাত সে ঘুমাতে পারে না। কারণ, চোখ বন্ধ করলেই দুঃস্বপ্ন ঘিরে ধরে তাকে। বোমার শব্দ কানে আসে, বিছানায় আগুন ধরে পুড়ে খাক হয়ে যায়। এমনকি পুতুলগুলোর মধ্য থেকেও রক্ত ঝরতে থাকে।

ভিডিওতে মিয়ানমার, সিরিয়া, ইরাক, ফিলিস্তিনসহ সব শরণার্থীর কথা তুলে ধরা হয়েছে। শিশুটি জানায়, কীভাবে তাদের কণ্ঠরোধ করে দেওয়া হয়েছে। ভিডিওটি দেখে চোখের পানি যেন বাঁধ মানে না। এসব অঞ্চলের মানুষ যে কতটা অসহায় এবং কী ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে তারা আছে, সেটাই তুলে ধরা হয়েছে ছোট্ট এই শিশুটির গীতিকথনের মধ্য দিয়ে।

‘দ্য মুসলিম ভাইব’ তাদের ফেসবুক পাতায় ১৭ মে ভিডিওটি পোস্ট করে। এখন পর্যন্ত সাড়ে ৪১ লাখেরও বেশি বার দেখা হয়েছে ভিডিওটি। শেয়ার হয়েছে প্রায় ২ লাখ বার।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মিউজিক ভিডিও,রমজান
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist