reporterঅনলাইন ডেস্ক
  ১৫ ফেব্রুয়ারি, ২০১৮

জমিতে ‘কুনজর’ এড়াতে সানির পোস্টার

এবার জমিতে মানুষের কুনজর এড়াতে সানি লিওনের পোস্টার টাঙিয়েছেন এক ভারতীয় কৃষক। তবে তার মূলে রয়েছে সানির রূপের আকর্ষণীয় জাদু। যা ওই কৃষকের মনেও শিহরণ জাগায়। বলতে গেলে, এই বিশেষ দিকটিই কাজে লাগিয়েছেন ভারতের অন্ধ্রপ্রদেশের নেলোর জেলার ওই কৃষক।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলা হয়েছে, ৪৫ বছর বয়সী চেনচু রেড্ডি নামের ওই কৃষক বান্দা কিন্দি পাল্লি গ্রামের বাসিন্দা। তার অভিযোগ, এই বছর তার জমিতে বাঁধাকপির ফলন ভালো হয়েছে। কিন্তু গ্রামবাসী এতে কুনজর দিচ্ছে। আর এই কুনজর এড়াতে জমিতে সানি লিওনের ছবি টাঙিয়ে দিয়েছেন তিনি। পোস্টারটিতে সানির ছবির পাশাপাশি তেলেগু ভাষায় লেখা রয়েছে, ‘কেঁদো না এবং আমার প্রতি ঈর্ষাকাতর হয়ো না।’

ভারতের অন্ধ্রপ্রদেশ বা দক্ষিণের রাজ্যগুলোতে অধিকাংশ মানুষই এই ‘কুনজর’ বিশ্বাস করেন। তারা মনে করেন, কারো পরিবারিক শান্তি, সম্পত্তি বা স্বাস্থ্যের ওপর এমন খারাপ নজর পড়লে মারাত্মক ক্ষতি হয়। এ জন্য কৃষকরা কাকতাড়ুয়া বা এ জাতীয় জিনিস জমিতে রাখেন।

কিন্তু সানি লিওনের পোস্টার ব্যবহার সম্ভবত এবারই প্রথম। আর যেখানে সানি লিওনের এমন খোলামেলা ছবি টাঙানো সেখানে কারো নজর যে অন্য কোনো দিকে যাবে না এটাই স্বাভাবিক।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সানি লিওন,সানির পোস্টার
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist