ঢাবি প্রতিনিধি

  ০৭ অক্টোবর, ২০১৮

ছাত্রমৈত্রী ঢাকা মহানগর শাখার কমিটি গঠন

রুমা সভাপতি তানবীন সাধারণ সম্পাদক

বাংলাদেশ ছাত্রমৈত্রী ঢাকা মহানগর শাখার ১৭তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ইয়াতুননেসা রুমাকে সভাপতি, তানবীন আহমেদকে সাধারণ সম্পাদক এবং আব্দুল্লাহ আল মামুন শুভকে সাংগঠনিক সম্পাদক করে ২৯ সদস্যবিশিষ্ট বাংলাদেশ ছাত্র মৈত্রী ঢাকা মহানগর কমিটি গঠন করা হয়।

ঢাকা মহানগর সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মনিরুজ্জামান বিবর্তনের সভাপতিত্বে ও সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক হাসিদুল ইসলাম ইমরানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য কমরেড ড. সুশান্ত দাস।

সম্মেলনে বাংলাদেশ ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা কমরেড দিপংকর সাহা দিপু, ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সহ সভাপতি অতুলন দাস আলো, সহ সভাপতি আবিদ হোসেন, সহ সাধারণ সম্পাদক শাফিউর রহমান সজিব প্রমুখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়া সম্মেলনে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক কমরেড কিশোর রায়, বাংলাদেশ ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি বাপ্পাদিত্য বসু, বাংলাদেশ যুবমৈত্রীর কেন্দ্রীয় সহ সভাপতি তৌহিদুর রহমান, সহ সভাপতি কায়সার আলম, সহ সাধারণ সম্পাদক তাপস দাস, অর্থ সম্পাদক কাজী মাহমুদুল হক সেনাসহ ছাত্র মৈত্রীর ঢাকা মহানগর শাখার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা ফারুক আহমেদ রুবেল।

সম্মেলনে বক্তারা শিক্ষায় গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে ছাত্র সংসদ নির্বাচনের আন্দোলনকে বেগবান করতে, শিক্ষার বানিজ্যিকীকরণ বন্ধে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকালীন কোর্স বাতিল এবং অসাম্প্রদায়িক-গণতান্ত্রিক অভিযাত্রা অব্যাহত রাখতে সকল প্রগতিশীলমনা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

পিডিএসও/এআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ছাত্রমৈত্রী,কমিটি,গঠন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close