জবি প্রতিনিধি

  ০৭ জানুয়ারি, ২০১৮

জবিতে সাংবাদিক মারধরের ঘটনায় দোষী শিক্ষার্থী বহিস্কার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কর্মরত সাংবাদিককে মারধরের ঘটনায় দোষী শিক্ষার্থী তানভীর চৌধুরী শাকিলকে সাময়িক বহিস্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।শাকিল বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী (আইডি নং- ই ১৬০২০৪০০৪) ও জবি ছাত্রলীগের কর্মী।এর আগে ছাত্রলীগ থেকে শাকিলকে বহিস্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

জানা যায়, সংবাদ প্রকাশের জেরে গত ৫ জানুয়ারি,২০১৮ টিএসসি চত্বরে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও প্রকৃতির সংবাদ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এহসানুল হক জোবায়েরকে দেশীয় অস্ত্র দিয়ে মারাত্মকভাবে আহত করে শাকিল। এ হামলায় ঘটনায় দেশের প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের সাংবাদিক সংগঠন নিন্দা ও প্রতিবাদ জানায়।ঘটনার প্রাথমিক তদন্তে নামে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। ঘটনায় প্রাথমিক তদন্ত রিপোর্টে এর সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তাকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিস্কার করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আহত সাংবাদিক জোবায়ের বর্তমানে পুরাণ ঢাকায় সুমনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শিক্ষার্থী বহিস্কার
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist