শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

  ০৪ মে, ২০২৪

শিবালয়ে অবৈধ ১০টি ড্রেজারের পাইপ ধ্বংস করলেন ইউএনও

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের শিবালয়ে অবৈধ বালুর ব্যবসায় ব্যবহার করা ১০টি ড্রেজারের পাইপ ধ্বংস করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেলাল হোসেন। শনিবার (৪ মে) সকালে অভিযান চালিয়ে ইউএনও উপজেলার জাফরগঞ্জ এলাকায় এই অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, পাটুরিয়া থেকে জাফরগঞ্জ পর্যন্ত যমুনা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে কিছু প্রভাবশালী ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিল। গতকাল শনিবার সকালে অভিযান চালিয়ে ইউএনও বেলাল হোসেন জাফরগঞ্জ এলাকার ১০টি ড্রেজারের পাইপ ভেঙ্গে দেন।

ইউএনও মো. বেলাল হোসেন জানান, যমুনা নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে কেউ বিক্রি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মানিকগঞ্জের শিবালয়,অবৈধ বালুর ব্যবসা,ড্রেজারের পাইপ ধ্বংস,ইউএনওর অভিযান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close