নারায়ণগঞ্জ প্রতিনিধি

  ০৬ এপ্রিল, ২০২৪

নারায়ণগঞ্জে বোরকা পড়ে ছিনতাইয়ের সময় আটক ৩

ছবি: প্রতিদিনের সংবাদ

নারায়ণগঞ্জে বোরকা পড়ে কৌশলে ছিনতাই করার সময় ৩ ব্যক্তিকে আটক করেছে নৌপুলিশ। এসময় ছিনতাই করা দুটি মোবাইল ও বেশকিছু টাকা উদ্ধার করা হয়। শুক্রবার (৫ এপ্রিল) রাত ১১টার দিকে জেলার ফতুল্লা লঞ্চ ঘাটে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার জিমখানা এলাকার সাব্বির (২০), আরাফাত (২২) ও রুবেল (৩৪)।

পাগলা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল উদ্দিন জানান, আটক ওই চক্রটি বোরকাপড়ে লঞ্চে ও লঞ্চঘাটে লোকসমাগমে কৌশলে লোকজনদের কাছ থেকে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। কেউ প্রতিবাদ করলে শ্লীলতাহানীর অভিযোগ এনে গনধোলাইয়ের ভয় দেখাতো তারা। পরে ফতুল্লা লঞ্চ ঘাটে রাতে ছিনতাই করে পালানোর সময় ধাওয়া করে ৩ জনকে আটক করা হয়। তাদের মধ্যে সাব্বিরকে বোরকা পড়া অবস্থায় ধরা হয়েছে। উদ্ধারকৃত দুটি মোবাইল ও টাকা যাদের কাছ থেকে ছিনতাই করা হয়েছে তারা সনাক্ত করেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নারায়ণগঞ্জ,,ফতুল্লা লঞ্চ ঘাট,বোরকা পড়ে ছিনতাই
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close