পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

  ১৯ ফেব্রুয়ারি, ২০২৪

পেকুয়ায় ৭ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ, সুফল পাবেন ২১ হাজার চাষি

পেকুয়ায় বোরো চাষে ব্যস্ত চাষিরা। ছবিটি সদর নন্দীরপাড়া বিল থেকে তোলা।-প্রতিদিনের সংবাদ

বোরো বীজতলা থেকে চারা তুলে ধানি জমিতে রোপণে ব্যস্ত সময় পার করছে কক্সবাজারের পেকুয়া উপজেলার হাজারো কৃষক। আবাহাওয়া অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলে জানিয়েছেন পেকুয়া উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়।

পেকুয়া উপজেলা কৃষি কর্মকর্তা তপন কুমার রায় বলেন, সাত ইউনিয়নের ২১ হাজার কৃষক একটি স্থায়ী রাবার ড্যাম ও একটি অস্থায়ী বাঁধ দিয়ে চাষাবাদ করছে। পেকুয়ার সীমান্তবর্তী বাঘগুজারা র‌্যাবার ড্যামের সুফলও পেকুয়ার আংশিক এলাকার কৃষকরা ভোগ করছে। চলতি মৌসুমে পেকুয়ায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ হাজার ১৪০ হেক্টর জমি। এদিকে, বোরো আবাদে সুফল পেতে পেকুয়া সদর ইউনিয়নের মাতামুহুরী নদীর ওপর বাঘগুজারা রাবার ড্যাম ও ভোলা খালের ওপর গোঁয়াখালী রাবার ড্যাম ফোলানো হয়েছে। পাশাপাশি টইটং খালের ওপর অস্থায়ী বাঁধ নির্মাণ ইতোমধ্যে শেষ হয়েছে। এতে ২১ হাজার কৃষক সুফল পাবে।

সরেজমিনে দেখা য়ায়, পেকুয়া সদর ইউনিয়নের পূর্ব বিলহাসুরা এলাকার কৃষক আহমদ হোসেন তার নিজের এক একর জমি চাষ দিয়ে চারা রোপণের উপযোগী করেছেন। পেকুয়ার বিভিন্ন জায়গায় কৃষকেরা শ্যালো মেশিন দিয়ে চাষাবাদ করছে।

কৃষক আকবর আহমদ বলেন, গভীর নলকূপের পানি দিয়ে বোরো চাষাবাদ চলছে। কানিপ্রতি জমিতে পানি খরচ দিতে হচ্ছে আড়াই হাজার টাকা। বিআর ৩৯ ধান রোপণ করেছি। আশা করি, আশানুরূপ ফলন পাব।

পিডিএস/জেডকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কক্সবাজার,পেকুয়া,কৃষক,বোরো
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close