reporterঅনলাইন ডেস্ক
  ২৪ নভেম্বর, ২০২১

পিকআপ-ট্যাক্সি সংঘর্ষে গেল বাবা-ছেলের প্রাণ

সাতকানিয়ায় পিকআপের সঙ্গে সিএনজিচালিত ট্যাক্সির সংঘর্ষে সড়কে ঝরল বাবা-ছেলের প্রাণ। এ সময় গুরতর আহত হয়েছেন আরো তিনজন।

নিহতরা হলেন- ছোটন জলদাশ (৩২) ও তার ছেলে শুভ্র জলদাশ (৬)।

মঙ্গলবার (২৩ নভেম্বর) সন্ধ্যার দিকে সাতকানিয়া-বাঁশখালী সড়কের এওচিয়ার ছনখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা বান্দরবান পৌরসভার ৩নং ওয়ার্ডের কালাঘাটা জলদাশ পাড়ার বাসিন্দা।

এওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মানিক জানান, সন্ধ্যার দিকে ছনখোলা এলাকায় বাঁশখালীমুখী একটি পিকআপের সঙ্গে সাতকানিয়ামুখী সিএনজি ট্যাক্সির সংঘর্ঘে বাবা-ছেলেসহ ৫ জন আহত হয়। আহতদেরকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে বাঁশখালীর গুনাগারির দুইটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ছোটন জলদাশ ও তার ছেলে শুভ্র জলদাশকে মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে মো. পারভেজ (৩৪) ও মর্তুজ আলীকে (৩৫) স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় এবং ছোটন জলদাশের স্ত্রী সোনালী জলদাশকে প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে পাঠানো হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পিকআপ-ট্যাক্সি সংঘর্ষ,সড়কে ঝরল বাবা-ছেলের প্রাণ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close