reporterঅনলাইন ডেস্ক
  ০৮ এপ্রিল, ২০১৮

হোটেলের ১৯ তলা মাটির নিচে!

মেশিনের শব্দ আর কালো ধোঁয়ায় এতদিন কান পাতা দায় ছিল এই অঞ্চলে। আনাগোনা ছিল শুধুমাত্র শ্রমিকদের। আশেপাশে বসবাসও ছিল নামমাত্র।

চীনের সাংহাই শহরের কাছে সংজিয়াং জেলার খনি অঞ্চলের এই চেনা ছবিটাই আর কিছু দিনের মধ্যে সম্পূর্ণ পাল্টাতে চলেছে। কারণ, রুক্ষ এই খনি অঞ্চলই আর কিছু দিনের মধ্যে বদলে যেতে চলেছে চকচকে হোটেলে। সবকিছু ঠিকঠাক থাকলে ২০১৮ সালের মে মাস থেকেই চালু হয়ে যাবে এই হোটেল। বিলাসবহুল এই অভিনব হোটেলে ছুটি কাটাতে পারবেন পর্যটকেরা।

এর কাজ শুরু হয়েছিল ২০১৩ সালের নভেম্বরে। এই হোটেলের বৈশিষ্ট্য জানলে অবাক হবেন। পুরোটাই মাটির নিচে। ভূপৃষ্ঠ থেকে ১০০ মিটার গভীর খনির ৮০ মিটার নিচে পর্যন্ত ছড়িয়ে রয়েছে হোটেলটি। হোটেলের বেশ কিছুটা অংশ রয়েছে পানির নিচেও। আর এটাই এই হোটেলের প্রধান আকর্ষণ।

ব্রিটিশ কোম্পানি ‘অ্যাটকিনস’ এ পুরো কমপ্লেক্স ভবনটি নকশা করেছে। তাদের পরিকল্পনা অনুযায়ী এটি হবে পরিবেশবান্ধব হোটেল। এর ছাদ বিভিন্ন গাছে ভরপুর থাকবে।হোটেলটির নির্মাণ কাজ শুরু হয়েছিল ২০০৬ সালে।৫ হাজার শ্রমিকের ভবনটির নির্মাণকাজে সময় লেগেছে ১১ বছর।

এই হোটেলের নামেই অবশ্য তার কিছুটা আভাস মেলে। নাম দেওয়া হয়েছে ‘ডিপপিট হোটেল’।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চীন,মাটির নিচে হোটেল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist