reporterঅনলাইন ডেস্ক
  ০৬ মে, ২০২৪

টিন সার্টিফিকেট কী, কেন ও কীভাবে করতে হয়?

টিন সার্টিফিকেট আবেদন করতে কী কী লাগে? টিন সার্টিফিকেট কেন লাগবে? ও ই-টিন সার্টিফিকেট আবেদন করার ধাপ সমূহ।।

টিন সার্টিফিকেট যে সকল কাজে লাগতে পারে—

টিন সার্টিফিকেট শুধুমাত্র ব্যবসা বা চাকরিজীবীদের জন্য প্রয়োজন হয় তা নয় অনেকগুলো কারণে ব্যবহার করা হয়। যেমন:

  • আপনার নতুন ব্যবসা শুরু করতে লাইসেন্স নিতে গেলে।
  • আপনি যদি নতুন গাড়ি ক্রয় করেন।
  • ব্যাংকের ক্রেডিট কার্ড নিতে গেলে।
  • বর্তমানে পৌরসভা সিটি কর্পোরেশন জমি ক্রয় বিক্রয় করলে টিন সার্টিফিকেট প্রয়োজন পরে।
  • কোন কোম্পানির শেয়ার ক্রয় কিনতে গেলে।
  • নির্বাচনে প্রার্থী হতে গেলে টিন সার্টিফিকেট প্রয়োজন পরে।
  • আইনজীবী ইঞ্জিনিয়ার চিকিৎসক পেশায় নিয়োজিত হলে।
  • ব্যবসার সমিতি সংগঠনের সদস্য হতে গেলে টিন সার্টিফিকেট প্রয়োজন পরে।
  • বিদেশ থেকে কোন পন্য আমদানি বা রপ্তানি করতে গেলে টিন সার্টিফিকেট প্রয়োজন পরে।
  • সরকারি আধা সরকারি বিভিন্ন কোম্পানিতে টেন্ডার জমা দিতে প্রয়োজন পরে।
  • রাইড শেয়ারিং, যেমন- উবার পাঠাও অংশীদার হতে গেলে।
  • অনলাইনে ইনকাম, যেমন- ফেসবুক থেকে আয় করতে চাইলে, ইউটিউব থেকে ইনকাম করতে চাইলে, ফ্রিল্যান্সিং করতে চাইলে আপনাকে ই টিন সার্টিফিকেট লাগবে।

এছাড়াও আরো বেশ কিছু কাজে টিন সার্টিফিকেট প্রয়োজন পরে।

আবেদন করতে কী কী লাগে—

টিন সার্টিফিকেট আবেদন করতে কী কী প্রয়োজনীয় কাগজ পত্র লাগে তা আমরা অনেকেই জানি না। টিন সার্টিফিকেট আবেদন করতে আপনার জাতীয় পরিচয় পত্র, বিবাহিত হলে আপনার স্বামীর জাতীয় পত্র, বাসার ঠিকানা, জেলা, বিভাগ, আপনার সচল মোবইল নাম্বার ইত্যাদি লাগবে। যাবতীয় তথ্য দিয়ে আপনাকে আবেদন করতে হবে।

আবেদন করার পর আপনি একটি User ID এবং Password পাবেন তা ভালো করে সংরক্ষণ করে রেখে দিবেন এটা অনেক গুরুত্বপূর্ন এটি যে কোন সময়ে আপনার প্রয়োজন পরবে।

ই টিন সার্টিফিকেট আবেদন করার ধাপ সমূহ—

ধাপ ১:

  • ই টিন সার্টিফিকেট অনলাইনে e TIN Certificate তৈরি করতে হলে সর্ব প্রথম আবেদনকারীকে বাংলাদেশ রাজস্ব বোর্ডের https://secure.incometax.gov.bd/TINHome ই সাইটে প্রবেশ করতে হবে। তারপর Register অপশনটিতে ক্লিক করলেই আপনাকে আবেদন করার পৃষ্ঠায় নিয়ে যাবে।

ধাপ ২:

  • এখন এই পৃষ্ঠাতে আবেদনকারীকে অবশ্যই একটি একাউন্ট করে নিতে হবে। এখানে আপনাকে সম্পূর্ন তথ্য ইংরেজিতে দিতে হবে। এখন আপনার কাজ শুরু প্রথমে আপনাকে একটি ‘User Name’ দিতে হবে। সাধারনত আপনি আপনার ভোটার এনআইডি ÔNID Number’ কার্ডের নাম্বারটি দিতে পারেন যাতে করে আপনার মনে থাকে যেমন আপনার NID নাম্বার 1234**********।
  • এরপর একটি পাসওয়ার্ড দিতে হবে। এমন পাসওয়ার্ড দিন যেটা আপনার মনে রাখতে সুবিধা হয়। একইভাবে Retype Password এর যায়গায় উপরে যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ড টি এথানেও লিখতে হবে।
  • এরপর Security Question এ কিছু অপশন আসবে যেমন আপনার জন্ম তারিখ কোথায়,আপনার জন্ম স্থান কোথায়, আপনার গ্রাম কোথায়, আপনার প্রিয় রং কি আপনি ইত্যাদি আপনি এমন একটা অপশন নিবেন যাতে করে আপনার মনে থাকে। এটি পরবর্তী সময়ে লাগবে যখন আপনি User name ev Password ভুলে যাবেন তখন এটি মনে রাখলে আপনি আপনার যাবতীয় ই-টিন সম্পর্কিত তথ্য গুলো পুনরুদ্ধার করতে পারবেন।

লেখক: মো. শাহীদুল ইসলাম শাফিন (ডিপার্টমেন্ট অফ একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম) বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close