নিজস্ব প্রতিবেদক

  ২৫ জুন, ২০১৭

ঈদে ব্যাংকের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ

আসন্ন ঈদুল ফিতরের ছুটিতে সব ব্যাংকের প্রধান কার্যালয়, শাখা অফিস এবং এটিএম বুথের সাইবারসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাংকগুলোকে বিশেষভাবে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি সব ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে এ সংক্রান্ত এক নির্দেশনা পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

দেশের সকল তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো সার্কুলারে বলা হয়েছে, ‘ঈদের ছুটিতে ব্যাংকের প্রধান কার্যালয়, শাখা অফিস এবং এটিএম বুথের সাইবার নিরাপত্তাসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষভাবে নির্দেশনা দেয়া হচ্ছে।’

প্রয়োজনে ব্যাংক কর্মকর্তাদের দ্বারা পর্যায়ক্রমে তদারকির ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে সার্কুলারে। এছাড়া ব্যাংকের শাখাসমূহের নিরাপত্তা নিশ্চিতকল্পে এবং আইটি সম্পর্কিত ঝুঁকিসমূহ আরও কার্যকর ও ফলপ্রসূভাবে মোকাবেলায় ২০১৫ সালের ৫ জুলাই ও ১৭ সেম্পেম্বর ইস্যুকৃত গাইডলাইনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist