যশোর প্রতিনিধি

  ২৮ এপ্রিল, ২০২৪

যশোরে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটিরশিল্প মেলা

যশোরে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটিরশিল্প মেলার উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার যশোর ক্যান্টনমেন্ট কলেজের ডিওএইচএস মাঠে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এ মেলা উদ্বোধন করেন যশোর সেনানিবাসের ডিওএইচএস পরিষদের সভাপতি মেজর (অব.) মো. গোলাম হায়দার। এ সময় তিনি বলেন, ‘নতুন করে উদ্যোক্তা সৃষ্টি করতে এ মেলা ভূমিকা রাখবে। বহু বছর এ ধরনের আয়োজন যশোরে হয়নি। যশোরবাসীর বাড়তি আনন্দ দিতে এবার তারা ব্যতিক্রমী এ মেলার আয়োজন করেছেন। তিনি আশাবাদী, এ মেলা যশোরবাসীর মন কাড়বে।’

যশোর সেনানিবাস ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিওএইচএস পরিষদের মেম্বার অ্যাডমিন লেফটেন্যান্ট (অব.) শ্যামল কুমার রায়। বক্তব্য দেন যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, মেসার্স নাওমী এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর সৈয়দ কবির আহম্মেদ মিঠু প্রমুখ। পরে সংস্কৃতি অনুষ্ঠানে বগুড়ার শিল্পীরা গান ও নাচ পরিবেশন করেন। আয়োজকরা জানান, মেলায় উদ্যোক্তাদের উৎপাদিতসহ দেশীয় বাহারি পণ্যের ৬০টি স্টল রয়েছে। মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে দ্য লায়ন সার্কাস। এছাড়া রয়েছে মেলায় প্রবেশ টিকিটের ওপর র‌্যাফল ড্র। অর্থাৎ ২০ টাকা দিয়ে মেলায় প্রবেশ করে মোটরসাইকেল থেকে শুরু করে প্রতিদিন আকর্ষণীয় বিভিন্ন পুরস্কার জিতে নেওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে। মেলায় রয়েছে বিভিন্ন হস্ত ও কুটিশিল্পের নানা পণ্যের বিপুল সমাহার। রয়েছে বাচ্চাদের বিনোদনের সুব্যবস্থা। এছাড়া প্রতিদিন থাকবে দেশের নামিদামি শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close