reporterঅনলাইন ডেস্ক
  ০৯ মে, ২০২৪

ব্র্যাক ইউনিভার্সিটিতে কালেকশন বুথ চালু করল ব্র্যাক ব্যাংক

শিক্ষার্থীদের বিভিন্ন ফি সংগ্রহ এবং ব্যাংকিং সেবা দেওয়ার লক্ষ্যে ব্র্যাক ইউনিভার্সিটির নতুন ও আধুনিক ক্যাম্পাসে একটি কালেকশন বুথ উদ্বোধন করেছে ব্র্যাক ব্যাংক। গত সোমবার মেরুল বাড্ডায় অবস্থিত ক্যাম্পাসে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর এফ হোসেন এবং ব্র্যাক ইউনিভার্সিটির প্রোভিসি অ্যান্ড অ্যাক্টিং ভাইস চ্যান্সেলর অধ্যাপক সৈয়দ মাফুজুল আজিজ আনুষ্ঠানিকভাবে বুথটির উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চেস শেখ মোহাম্মদ আশফাক এবং ব্র্যাক ইউনিভার্সিটির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আরিফুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তারা।

কালেকশন বুথে ব্র্যাক ব্যাংক বিশ্ববিদ্যালয় কমিউনিটির চাহিদা পূরণে নানা ধরনের ব্যাংকিং সেবা দেবে। এ বুথের মাধ্যমে ব্র্যাক ব্যাংক শিক্ষার্থীদের টিউশন ফি সংগ্রহ করার পাশাপাশি শিক্ষার্থীদের ইকেওয়াইসির মাধ্যমে অ্যাকাউন্ট খোলা এবং ব্র্যাক ব্যাংকের বিস্তৃত স্টুডেন্ট ব্যাংকিং সার্ভিস ‘আগামী’ সংক্রান্ত ব্যাংকিং সেবা প্রদান করবে। এখান থেকে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা এবং কর্মচারীরা ব্র্যাক ব্যাংকের ডেডিকেডেট এমপ্লয়ি ব্যাংকিং সেবা এবং আস্থা হেল্পডেস্ক সেবা নিতে পারবেন। ব্যাংকের উন্নত ক্যাশ রিসাইক্লিং মেশিনের (সিআরএম) মাধ্যমে ডিজিটাল নগদ জমা এবং উত্তোলন সুবিধা শিক্ষার্থী ও কর্মকর্তাদের আনন্দদায়ক ও উপভোগ্য ব্যাংকিং সেবা দেবে।

নিবেদিত কর্মী এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে পরিচালিত এ বুথটির মাধ্যমে ব্র্যাক ব্যাংক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মচারীদের আনন্দদায়ক, সহজ এবং উপভোগ্য ব্যাংকিং সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

উল্লেখ্য, ব্র্যাক ইউনিভার্সিটির অত্যাধুনিক এ ক্যাম্পাসটি দেশের একটি অন্যতম পরিবেশবান্ধব এবং টেকসই অবকাঠামো। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close