নিজস্ব প্রতিবেদক

  ১৬ এপ্রিল, ২০২৪

শিল্প উন্নয়নে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ব্রাজিল

বাংলাদেশের ওষুধ শিল্প, স্বাস্থ্যসেবা, পাট ও পাটজাত পণ্য, তৈরি পোশাক, খাদ্য ও কৃষিপণ্যে বাংলাদেশের অপার সম্ভাবনা রয়েছে। দুই দেশের সামগ্রিক উন্নয়ন এবং পরিবেশ ও জলবায়ু ইস্যু এবং জি২০ সম্মেলনসহ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ ও ব্রাজিল একসঙ্গে কাজ করবে। গত মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) এবং ব্রাজিল বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিবিসিসিআই) যৌথ উদ্যোগে আয়োজিত এক সেমিনারে অংশ নেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা। আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। এর আগে তিনি মিন্টু রোডে ফরেন সার্ভিস একাডেমিতে ‘বর্তমান চেয়ার হিসেবে জি২০ সম্মেলনে ব্রাজিলের অগ্রাধিকার দেওয়া খাত’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানেও যোগ দেন।

এফবিসিসিআই আয়োজিত অনুষ্ঠানে মাউরো ভিয়েরা বলেন, ‘?বাংলাদেশ কৃষি ও স্বাস্থ্যসেবা খাতে বিনিয়োগের উর্বর ভূমি। দুই দেশের বাণিজ্য সম্ভাবনা কাজে লাগিয়ে লাভবান হতে পারে উভয় দেশ। এক্ষেত্রে এফটিএ, পিটিএর মতো বিশেষ বাণিজ্য চুক্তি এ প্রক্রিয়াকে আরো ত্বরান্বিত করবে। বিগত দশকে বাংলাদেশে লজিস্টিকস, পরিবহন ও যোগাযোগ এবং অবকাঠামো খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। যা ব্যবসা, বাণিজ্য ও শিল্প সম্প্রসারণের সুযোগকে উন্মোচিত করেছে। ব্রাজিল ও বাংলাদেশের পরস্পরের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের অপার সম্ভাবনা রয়েছে। আমরা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক আরো শক্তিশালী করতে চাই।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close