reporterঅনলাইন ডেস্ক
  ৩০ এপ্রিল, ২০২৪

মেডিকেল ট্যুরিজমের জন্য প্রি-পেইড কার্ড চালু ইবিএলের

মেডিকেল ট্যুরিজমে সহায়তা প্রদানের লক্ষ্যে মাস্টারকার্ডের সহযোগিতায় ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) দেশে প্রথমবারের মতো একটি প্রি-পেইড কার্ড প্রবর্তন করেছে। ভারতে চিকিৎসাপ্রত্যাশী বাংলাদেশি নাগরিকরা এই কার্ড ব্যবহারে বিশেষভাবে উপকৃত হবেন। নতুন এই দ্বৈত কারেন্সি কার্ডধারীরা ভারতের দিল্লি, চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু, পুনে, আহমেদাবাদ, জয়পুর ও লক্ষ্মৌর ১২০টির অধিক হাসপাতালে যেকোনো পরিমাণ হসপিটাল বিলের ওপর ১০ শতাংশ মূল্যছাড় সুবিধা লাভ করবেন। উপরন্তু, কার্ডধারীরা সৌজন্যমূলক দাত ও চোখ চেকআপ, ভারতে অবস্থানকালে এক দিনের জন্য আগ্রার তাজমহল ভ্রমণ অথবা সিটি ট্যুর সুবিধা পাবেন।

অফারগুলো পেতে হলে কার্ডধারীদের নির্দিষ্ট ইবিএল ওয়েবপেজে একটি ট্রিটমেন্ট ইনকোয়ারি জমা দিতে হবে এবং বিভিন্ন হাসপাতাল কর্তৃক অফারকৃত ট্রিটমেন্ট অপশন ও কস্ট এস্টিমেট থেকে নিজের জন্য সবচেয়ে উপযোগী অপশনটি নির্বাচন করতে হবে। কার্ডধারী রোগীদের মেডিকেল ভিসা, হোটেল বুকিং, ডাক্তারের এপয়েন্টমেন্টসহ অন্যান্য সেবা প্রদান করা হবে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close