নিজস্ব প্রতিবেদক

  ০৮ জুলাই, ২০২০

ডিএসই-সিএসইতে সূচক বাড়লেও কমেছে লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবস গতকাল সূচকের উত্থানে শেষ হয়েছে দেশের উভয় পুঁজিবাজারের লেনদেন। এদিন সূচক বাড়লেও টাকার পরিমাণে লেনদেন কমেছে। আর লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে। জানা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭.১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ১.৬৫ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১.৮৮ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩.৭৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে যথাক্রমে ৯২১.৯৬ পয়েন্টে এবং ১৩৪২.৭২ পয়েন্টে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close