নিজস্ব প্রতিবেদক

  ০৩ জুন, ২০২০

৯ মাসে বাণিজ্য ঘাটতি ১ লাখ কোটি টাকার বেশি

চলতি ২০১৯-২০ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই থেকে মার্চ) বহির্বিশ্বের সঙ্গে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ১ হাজার ২০৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ২ হাজার ৬৬৩ কোটি টাকা। রফতানি আয়ের নিম্নগতির কারণে বৈদেশিক বাণিজ্যে বড় ধরনের ঘাটতিতে পড়েছে বাংলাদেশ। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৯-২০ অর্থবছরের প্রথম ৯ মাসে রফতানি খাতে বাংলাদেশ আয় করেছে ২ হাজার ৮২৫ কোটি ২০ লাখ ডলার। এর বিপরীতে আমদানি বাবদ ব্যয় করেছে ৪ হাজার ৩৩ কোটি ডলার। সেই হিসাবে মার্চ শেষে দেশে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ১ হাজার ২০৭ কোটি ৮০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় (বিনিময় হার ৮৫ টাকা ধরে) দাঁড়ায় ১ লাখ ২ হাজার ৬৬৩ কোটি টাকা। ২০১৮-১৯ অর্থবছরের একই সময়ে ঘাটতি ছিল ১ হাজার ২২০ কোটি ১০ লাখ ডলার। আলোচিত সময়ে আমদানি কমেছে ৪ দশমিক ৮১ শতাংশ। রফতানি কমেছে ৬ দশমিক ৩৪ শতাংশ। তবে রেমিট্যান্স বেড়েছে ১৬ দশমিক ৬ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে বহির্বিশ্বের সঙ্গে বাংলাদেশের চলতি হিসাবে উদ্বৃত্ত থাকলেও সেপ্টেম্বর থেকে তা ঋণাত্মক হয়েছে। ঘাটতি থাকলে সরকারকে ঋণ নিয়ে তা পূরণ করতে হবে। উন্নয়নশীল দেশের চলতি হিসাবে উদ্বৃত্ত থাকা ভালো। কিন্তু কয়েক বছর উদ্বৃত্তের ধারা অব্যাহত থাকলেও গত অর্থবছরে ঋণাত্মক ধারায় চলে গেছে। মার্চেও এ ধারা অব্যাহত রয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, আলোচিত সময়ে দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) এসেছে ৩৪৫ কোটি ডলার, এর মধ্যে নিট বিদেশি বিনিয়োগ ১৮০ কোটি ৪০ লাখ ডলার। যা গত অর্থবছরের চেয়ে এফডিআই কমেছে ১৩ দশমিক ১৬ শতাংশ ও নিট কমেছে ১৮ দশমকি ৭ শতাংশ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close