চট্টগ্রাম ব্যুরো

  ২০ সেপ্টেম্বর, ২০১৮

চট্টগ্রাম-থাইল্যান্ড

সরাসরি নৌপথে সংযোগ স্থাপনের কাজ চলছে

চট্টগ্রামের সঙ্গে থাইল্যান্ডের সরাসরি নৌপথের সংযোগ স্থাপনে থাই সরকার কাজ করছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সফরে আসা থাইল্যান্ডের ব্যবসায়ী প্রতিনিধি দলের নেতা মানু সিথিপ্রসাসানা। গতকাল বুধবার দুপুরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে থাইল্যান্ডের ১৫ সদস্যবিশিষ্ট উচ্চক্ষমতাসম্পন্ন বাণিজ্য প্রতিনিধিদল চট্টগ্রাম চেম্বারের পরিচালক, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় করেন। এতে থাইল্যান্ডের ব্যবসায়ী প্রতিনিধি নেতা মানু সিথিপ্রসাসানা বলেন, থাইল্যান্ড ও বাংলাদেশের মধ্যে চমৎকার ব্যবসায়ী সম্পর্ক রয়েছে। তিনি উভয় দেশের মধ্যে অধিকতর অর্থনৈতিক সম্পর্কোন্নয়ন এবং পারস্পরিক সুযোগ-সুবিধা অন্বেষণ করা এবং মতবিনিময়ের মাধ্যমে সুবর্ণ সম্ভাবনা উন্মোচন এ সফরের উদ্দেশ্য বলে মন্তব্য করেন। প্রতিনিধি দলনেতা চট্টগ্রামের সঙ্গে থাইল্যান্ডের সরাসরি নৌপথের সংযোগ স্থাপনে থাই সরকার কাজ করছে বলে জানান। এর ফলে উভয় দেশ দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক করিডোরের সঙ্গে সংযুক্ত হবে এবং জাহাজে পণ্য চলাচলের মাধ্যমে ব্যবসা সম্প্রসারিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম গত বছরে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ১ দশমিক ৩১ বিলিয়ন মার্কিন ডলার উল্লেখ করে বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডে বাংলাদেশী পণ্যের নিয়মিত প্রদর্শনের মাধ্যমে পরিচিতি ও বাজার সৃষ্টির উপর গুরুত্বারোপ করেন। তিনি এক্ষেত্রে ঔষধ, পাট ও পাটজাত পণ্য, চামড়া ও চামড়া জাত পণ্য এবং রপ্তানি ঝুড়িতে নিত্য নতুন অন্তর্ভূক্ত পণ্য আমদানি বৃদ্ধির আহবান জানান। এছাড়া র‌্যানং পোর্ট এর সাথে চট্টগ্রাম বন্দরের সরাসরি জাহাজ চলাচল শুরুর মাধ্যমে আমদানি-রপ্তানিতে সময় ও ব্যয় হ্রাস করা সম্ভব হবে বলেও জানান চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম।

থাই বিনিয়োগ বোর্ড প্রতিনিধি অপিপং খুনকর্নবডিন্টার বাংলাদেশকে বিনিয়োগের টার্গেট দেশ উল্লেখ করে থাই সরকার তার দেশের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করছে বলে জানান। প্রতিনিধিদল মতবিনিময় শেষে বিটুবি সেশনে অংশগ্রহণ করেন এবং রফতানি পণ্যের এক্সিবিশন হল পরিদর্শন করেন।

অন্যদের মধ্যে থাই বিনিয়োগ বোর্ডের সিনিয়র ইনভেস্টমেন্ট কর্মকর্তা অপিপং খুনকর্নবডিন্টার, চট্টগ্রাম চেম্বার সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব এ.এইচ.এম. সফিকুজ্জামান ও চেম্বারের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ বক্তব্য রাখেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close