নিজস্ব প্রতিবেদক

  ০৮ মার্চ, ২০১৮

৮২৪টি বীমা দাবি নিষ্পত্তি

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান ও সদস্যরা দায়িত্ব নেওয়ার পর ৮২৪টি বীমা দাবি নিষ্পত্তি করা হয়েছে। তার মধ্যে ৮১১টি লাইফ ও নন-লাইফ বিমা কোম্পানির ১৩টি। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গত ২২ আগস্ট ২০১৭ সালে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে যোগদান করেন মো. শফিকুর রহমান পাটোয়ারী। চেয়ারম্যান হিসেবে যোগদানের পর থেকে তিনি বীমা খাতের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। বীমা খাতের সুনাম ফেরাতে এডিআর পদ্ধতিতে বীমা দাবি নিষ্পত্তি শুরু করেন। এই পদ্ধতিতে গত সাড়ে ৬ মাসে ৮১১টি লাইফ ও নন-লাইফ বীমা দাবি ও ১৩টি বীমা দাবি নিষ্পত্তি করা হয়েছে।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই কাজের জন্য চেয়ারম্যানের সুদক্ষ নেতৃত্ব ও অক্লান্ত পরিশ্রম এবং দুইজন সদস্য বোরহান উদ্দিন আহমদ এবং সদস্য গকুল চাঁদ দাসসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের সার্বিক সহযোগিতা করেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist