বাণিজ্য ডেস্ক

  ০৫ ফেব্রুয়ারি, ২০১৮

মুগ্ধতা ছড়িয়ে সুশোভিত হয়ে উঠেছে পুষ্পমেলা

ঋতুরাজ বসন্ত আসতে এখনো বাকি। তাই বলে কি ফুল ফুটবে না? ফুটবে, রাজশাহীর মণিবাজারের মাঠে বসা ফুলের হাট অন্তত এমনটাই বলছে!

শেষ মাঘের শিশির সরিয়ে আড়মোড়া ভেঙে বাহারি ফুলগুলো স্নিগ্ধতা ছড়াচ্ছে অবিরত। থরে থরে সাজানো রঙিন ফুলগাছগুলো দোল খাচ্ছে হিম ছড়ানো অলস হাওয়ায়। মধুর টানে তার ওপর উড়ে এসে বসছে মৌমাছির দল। ফুল ফুলে চলছে তাদের নাচন। রঙিন ফুল, সবুজ পাতা আর মৌমাছির গুঞ্জনে তৈরি হয়েছে অপূর্ব এক বাতাবরণ। মণিবাজারে ছোট্ট পরিসরে আয়োজিত পুষ্পমেলার ভেতরের অবস্থা এটি।

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানে যেন ফুলপ্রেমীদের মিলন মেলা বসছে। দর্শনার্থীদের নয়ন জুড়াতে জেগে উঠেছে লাল টকটকে গোলাপ, জুঁই, বেলি, হাসনাহেনা, গাঁদাসহ হরেক রকমের ফুল। ফুলের সুগন্ধে তাই সুশোভিত হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ। গতকাল সকালে মেলায় গিয়ে দেখা গেছে, তরুণ-তরুণীদেরই ভিড় বেশি। তবে বিকেলে নবীন-প্রবীণে পুষ্পমেলা আরো অলঙ্কৃত হয়ে ওঠে বলে জানান আয়োজকরা। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চলে এ মেলা। আয়োজক সংগঠন বৈকালী সংঘের সাধারণ সম্পাদক রইস উদ্দীন জানান, এবারের মেলায় শীতের মন রাঙানো প্রায় ৭০ রকমের ফুল রয়েছে। এর মধ্যে কেবল গোলাপেরই প্রায় আড়াইশ প্রজাতির গাছ মেলায় স্থান পেয়েছে। পুষ্পমেলায় এ বছর স্টল রয়েছে ১৬টি। প্রত্যেক দোকানে নানান প্রজাতির গোলাপ, গাঁদা, ডালিয়াসহ পাওয়া যাচ্ছে রঙ-বেরঙের ফুলের গাছ। টবে লাগানো এসব গাছের কোনোটিতে কেবলই কলি এসেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist