জাবি প্রতিনিধি

  ১৫ ডিসেম্বর, ২০১৭

জাবিতে ছাত্র সংসদ নির্র্বাচন চেয়ে কনসার্ট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের দাবিতে আগামী রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কনসার্ট ফর জাকসু’ শিরোনামে গান ও আলোচনা। সাংস্কৃতিক জোটের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে এটি হবে। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন। তিনি বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সবশেষ জাকসু নির্বাচন হয়েছিল ১৯৯২ সালে। এরপর বিগত দুই যুগে আর জাকসু নির্বাচন হয়নি। প্রশাসন বহুবার আশ্বাস দিয়েছে, কিন্তু নির্বাচন আয়োজনে তেমন কার্যকর পদক্ষেপ নেয়নি। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের ছাত্র সংসদ নির্বাচন না দিয়ে সাবেক শিক্ষার্থীদের সিনেট নির্বাচন দিচ্ছে। আশা করি এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর প্রশাসন ছাত্র সংসদ নির্বাচন ঘোষণা করবে। জাকসুসহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist