নিজস্ব প্রতিবেদক

  ২৯ মার্চ, ২০১৭

দু-একটি অভিযানের সাফল্যে আত্মপ্রসাদের সুযোগ নেই : খালেদা

সন্ত্রাস-জঙ্গিবাদ সমস্যাকে জাতীয়ভাবে মোকাবেলা করতে সবাইকে আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, কেবল দমন অভিযান চালিয়ে সমাজ থেকে জঙ্গিবাদের শেকড় পুরোপুরি উচ্ছেদ করা সম্ভব নয়। দুই একটি দমন অভিযানের সাফল্যে আত্মপ্রসাদ লাভ করার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেছেন তিনি। গতকাল মঙ্গলবার রাতে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। সিলেট, ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকায় ধর্মীয় জঙ্গিবাদের নামে পরিচালিত সন্ত্রাসী কর্মকা-ের বিস্তারে উদ্বেগ প্রকাশ করে খালেদা জিয়া বলেন, ‘দোষারোপের রাজনীতি না করে সন্ত্রাস-জঙ্গিবাদের সমস্যাকে জাতীয়ভাবে মোকাবিলার জন্য আমি ক্ষমতাসীনদের প্রতি আবারও আহ্বান জানাচ্ছি। দেশের সকলকে আমি এই সমস্যা নিরসনে ঐক্যবদ্ধ হবার অনুরোধ করছি।’

একই সঙ্গে সিলেটের দক্ষিণ সুরমায় জঙ্গি আস্তানায় ‘আতিয়া মহলে’ জঙ্গি দমনে সফল অভিযান পরিচালনার জন্য সেনাবাহিনীর প্যারা কমান্ডোসহ দেশরক্ষা বাহিনীকে অভিনন্দন জানান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বিবৃতিতে খালেদা জিয়া বলেন, ‘সিলেটের একটি আবাসিক ভবনে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকসহ গোপনে অবস্থানকৃত সন্ত্রাসীদের দমনের লক্ষ্যে সফল অভিযান পরিচালনার জন্য আমি আমাদের সেনাবাহিনীর প্যারা কমান্ডোবৃন্দসহ দেশরক্ষা বাহিনীর প্রতি অভিনন্দন জানাচ্ছি। অভিযানে বিভিন্ন বাহিনীর সদস্য এবং যেসব সাধারণ মানুষ হতাহত হয়েছেন, তাদের প্রতি জ্ঞাপন করছি শোক ও সহানুভুতি।’ গত বছর গুলশান-শোলাকিয়ায় হামলার পর জঙ্গিবাদবিরোধী জাতীয় ঐক্য গঠনে খালেদা জিয়া যে প্রস্তাব দিয়েছিলেন তা ক্ষমতাসীন আওয়ামী আওয়ামী লীগ নাকচ করার প্রসঙ্গও উঠে আসে খালেদার বিবৃতিতে। চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান স্বাক্ষরিত বিবৃতিতে খালেদা জিয়া বলেন, ‘সন্ত্রাস-জঙ্গিবাদ একটি বৈশ্বিক সংকটে পরিণত হয়েছে। বাংলাদেশও এ থেকে বিচ্ছিন্ন নয়।

এই সংকট মোকাবেলায় আমাদেরকে প্রয়োজনীয় আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে জাতীয় ঐক্যের ভিত্তিতে অগ্রসর হতে হবে। সেই আহ্বান আমি বরাবর জানিয়ে আসছি। দুঃখের বিষয় আমাদের আহ্বান এখন পর্যন্ত চরমভাবে উপেক্ষিত হয়ে আসছে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist