নিজস্ব প্রতিবেদক

  ১৫ মার্চ, ২০২৪

আজ বিশ্ব ভোক্তা অধিকার দিবস

পণ্য মজুদ নিয়ন্ত্রণে সফটওয়্যার তৈরি হচ্ছে

আজ ১৫ মার্চ ২০২৪ বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে গতকাল বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। তাতে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এইচ এম সফিকুজ্জামান, অধিদপ্তরের পরিচালক (কার্যক্রম ও গবেষণাগার) ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেনসহ প্রধান কার্যালয়, বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

সংবাদ সম্মেলনে অধিদপ্তরের মহাপরিচালক বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে অধিদপ্তর কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মসূচি সম্পর্কে উপস্থিত সবাইকে সম্যক ধারণা দেন। তিনি জানান, অধিদপ্তরের প্রধান কার্যালয়সহ সব বিভাগীয় ও জেলা কার্যালয়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন ভোক্তা স্বার্থে বাজারে সুষ্ঠু প্রতিযোগিতা সৃষ্টি, পণ্যের সাপ্লাই চেইন স্বাভাবিক রাখাসহ যৌক্তিক মূল্যে মানসম্মত পণ্য নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ সংস্কারের কাজ চলছে। প্রধান অতিথি বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, ভোক্তাবান্ধব স্মার্ট বাজার ব্যবস্থাপনার অংশ হিসেবে নিত্য পণ্যের অবৈধ মজুদ নিয়ন্ত্রণের লক্ষ্যে সফটওয়্যার তৈরির পদক্ষেপ গ্রহণ করা হয়েছে যা আগামীকাল উদ্বোধন করা হবে। তিনি জানান, সরকার এক কোটি স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি মাসে ভোগ্য পণ্যগুলো সাশ্রয়ী মূল্যে বিক্রি করছে যা নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে ভূমিকা রাখছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close