পটুয়াখালী প্রতিনিধি

  ০৯ মার্চ, ২০২৪

পটুয়াখালী পৌরসভা নির্বাচন

প্রস্তুতি সম্পন্ন ভোট আজ

পটুয়াখালী পৌরসভা নির্বাচনের জন্য কেন্দ্রে কেন্দ্র পাঠানো হয়েছে ইভিএম মেশিনসহ আনুষঙ্গিক সরঞ্জাম। গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে সম্পন্ন হয়েছে সব প্রস্তুতি। আজ শনিবার সকাল ৮টায় ইভিএমের মাধ্যমে শুরু হবে ভোটগ্রহণ। বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ। গতকাল শুক্রবার দুপুর থেকেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজাইডিং অফিসারদের নেতৃত্বে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ইভিএম মেশিনসহ সব সরঞ্জাম। নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি কেন্দ্রে ৯ জন আনসার, ৮ জন পুলিশ সদস্য নিয়োজিত রয়েছেন। এছাড়া নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে ১৯ জন ম্যাজিস্ট্রেট, ৩ প্লাটুন বিজিবি, ৪ টিম র‌্যাব ও পুলিশের মোবাইল টিম দায়িত্ব পালন করবেন। এই নির্বাচনে মেয়র পদে পাঁচজন, কাউন্সিলর পদে ৪১ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৫ জনসহ মোট ৬১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে সব ধরনের প্রচার-প্রচারণা বন্ধ হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close