সংসদ প্রতিবেদক

  ২১ নভেম্বর, ২০২২

বন্ধ সার কারখানা চালুর সুপারিশ

আমদানি নির্ভরতা কমাতে রাষ্ট্রের মালিকানাধীন বন্ধ সার কারখানাগুলো দ্রুততার সঙ্গে চালু করে উৎপাদনমুখী পদক্ষেপ গ্রহণের সুপারিশ জানিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। রবিবার (২০ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সুপারিশ জানানো হয়েছে। কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে কমিটির সদস্য হাফিজ আহমদ মজুমদার, মনজুর হোসেন ও আদিবা আনজুম বৈঠকে অংশ নেন।

সূত্র জানায়, সংসদীয় কমিটির বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা হয়। বৈঠকে জানানো হয়, শাহজালাল ফার্টিলাইজার প্রকল্পের কাজ শেষ হয়েছে। ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পটির মেয়াদ আছে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত। ২০২১ সাল পর্যন্ত এই প্রকল্পের কাজের অগ্রগতি হয়েছে ৩১ শতাংশ। সার সংরক্ষণ ও বিতরণ সুবিধার জন্য দেশের বিভিন্ন স্থানে ৩৪টি বাফার গুদাম নির্মাণ প্রকল্পে ২০২১ সাল পর্যন্ত অগ্রগতি হয়েছে ১৩ শতাংশ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close