চট্টগ্রাম ব্যুরো

  ১৪ মে, ২০২২

ঘটনার ১২ বছর পর ছিনতাইকারীর ১১ বছরের জেল

চট্টগ্রামে আদালত এক ছিনতাইয়ের ঘটনায় দীর্ঘ ১২ বছর পর নুরুল আলম তারা নামের এক ছিনতাইকারীকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। গত বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক শরীফুল আলম ভূঁঞা এ রায় দেন। রায়ে কারাদণ্ডের পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় আদালত। এ ছাড়া মামলার অন্য তিন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়। আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বিষয়টি নিশ্চিত করেছেন। মামলায় ঘটনার বর্ণনায় বলা হয়, ২০১০ সালে চট্টগ্রামের নাছিরাবাদ টিএনটি কলোনি থেকে জেদ্দা হাওলাদার নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হয়। তদন্তে পুলিশ জানতে পারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে খুন হন তিনি। জেদ্দা হাওলাদার নিহতের ঘটনায় অজ্ঞাত আসামির বিরুদ্ধে খুলশী থানায় মামলা করেন নিহতের ভগ্নীপতি প্রশান্ত সরকার। মামলা তদন্তে পুলিশ জানতে পারে, মূলত ছিনতাইকারীদের ছুরিকাঘাতে খুন হন জেদ্দা হাওলাদার। এ ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। তদন্ত শেষে ছিনতাইকারী দলের চারজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close