reporterঅনলাইন ডেস্ক
  ১৯ মে, ২০২১

বান্দরবানে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তালুকদারপাড়ায় গতকাল মঙ্গলবার আনুমানিক রাত ১টায় থোয়াইহ্লাপ্রু মারমার বাড়ির চুলার আগুন থেকে ভয়াবহ এক অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। অগ্নিকান্ডে পাড়ার ৭০ বসতঘর সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ঘরবাড়ি ও সহায়-সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে।

অগ্নিকান্ডের সংবাদ প্রাপ্তির পর তাৎক্ষণিকভাবে বান্দরবান সেনা জোন হতে একটি টহল দল অগ্নিনির্বাপণের জন্য ঘটনাস্থলে গমন করে। পরবর্তী সময়ে বান্দরবান রিজিয়ন সদর দপ্তর ও বান্দরবান জোনের সহায়তায় ক্ষতিগ্রস্ত সব পরিবারের মাঝে সকাল এবং দুপুরের খাবার বিতরণ করা হয়।

এছাড়া বান্দরবান সেনা রিজিয়নের পক্ষ হতে ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের প্রত্যেককে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা এবং চাল, ডালসহ অন্যান্য খাদ্য সহায়তা প্রদান করা হয়। পার্বত্য চট্টগ্রামে আর্তমানবতার সেবায় সেনাবাহিনীর এধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। আইএসপিআর।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close