মেহেরপুর প্রতিনিধি

  ০৭ ডিসেম্বর, ২০১৯

মেহেরপুরে ‘বোমা’ দুই দিন ধরে ঘিরে রেখেছে পুলিশ

মেহেরপুর জেলা শহরের সরকারি কলেজ সড়কে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের সামনে দূর নিয়ন্ত্রিত একটি বোমা দুই দিন ধরে ঘিরে রেখেছে পুলিশ। গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে প্রথমে বোমা দুটি লোকজনের নজরে আসে। তারা খবর দিলে ছুটে আসে পুলিশ। সেখানে হাতে লেখা ‘আনসারুল ইসলাম আল কায়দা’ নামে একটি কাগজ পাওয়া যায়। পরে পুলিশ খবর দেয় র‌্যাবকে। বিকালে র‌্যাব-৬ এর একটি দল এসে বোমা পরীক্ষা করার মতো বিশেষজ্ঞ তাদের না থাকার কথা জানায়। জেলা পুলিশ এরপর থেকেই নিরাপদ দূরত্বে অবস্থান করে স্থানটি ঘিরে রেখেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সেনা সদস্যের বোমা বিশেষজ্ঞ দল মেহেরপুরের আসেনি।

সরেজমিন দেখা যায়, এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। লাল নিশান টানানো রয়েছে। বোমার কাছাকাছি কোনো লোকজনকে যেতে দেওয়া হচ্ছে না। বোমার ছবি তুলতে গিয়ে দেখা যায়, লাল টেপে মোড়ানো একটি সার্কিট লাগানো। পুলিশের এক কর্মকর্তা মনে করছেন, বোমাটি দূর নিয়ন্ত্রিত।

অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে জানান, সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ দল না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close