পাবনা প্রতিনিধি

  ১৭ আগস্ট, ২০১৯

পাবনায় ভিজিএফের চাল চুরি

আটক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা দায়েরে গড়িমসি

গরিব ও দুস্থদের ভিজিএফ ও ভিজিডির চাল চুরির অভিযোগে আতাইকুলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ চারজনকে আটক করা হয়েছে। চাল ক্রেতা রফিকুল ইসলাম পলাতক রয়েছেন। এ সময় ইউপি কার্যালয় থেকে ২২ বস্তা চাল জব্দ করা হয়। এ দিকে চাল পাচারের মামলা করতে পুলিশ গড়িমসি করছে বলে দাবি করেছেন স্থানীয়রা।

জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে গরিব ও দুস্থদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ ও ভিজিডির চাল বিতরণ না করায় ঈদের আগের দিন চেয়ারম্যানের বিরুদ্ধে চাল গুদাম জাত করে রাখার অভিযোগ আসে উপজেলা প্রশাসনের কাছে। অভিযোগ পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে চেয়ারম্যানের কাছে চাল বিতরণ না হওয়ার কারণ জানতে চায়। এতে চেয়ারম্যান সঠিকভাবে জবাব দিতে না পারায় ওই দিন ২২০ বস্তা চাল পরিষদের একটি ঘরে তালাবদ্ধ অবস্থায় সিলগালা করে রাখা হয়। এরপর গত বৃহস্পতিবার চেয়ারম্যান আতিয়ার তার হেফাজতে রাখা আরো ২২ বস্তা ভিজিএফের চাল অবৈধভাবে বিক্রির সময় জনতার হাতে ধরা পড়েন। পরে পুলিশ গিয়ে সেখান থেকে চালসহ তাদের আটক করে থানায় নিয়ে আসে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে আতাইকুলা ইউনিয়নের ট্যাগ কর্মকর্তা ফরহাদ লতিফ বাদী হয়ে আতাইকুলা থানায় অভিযোগ করেন। তবে ওই অভিযোগ থানা পুলিশ এজাহার হিসেবে গণ্য না করে বিষয়টি দুদক পাবনাকে অবহিত করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরো জানান, আতাইকুলা থানা পুলিশ ইচ্ছা করলে মামলা করতে পারত। দোষীরা যেন কোনোভাবে ছাড় না পান সেদিকে নজর রয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close