নিজস্ব প্রতিবেদক

  ০৪ মে, ২০১৯

বজ্রপাত থেকে বাঁচতে করণীয়

বজ্রপাতের মৌসুম শুরু হয়েছে। বৈশাখের ঝড়-বৃষ্টির শুরুতেই গতকাল শুক্রবার কিশোরগঞ্জে বজ্রপাতে মারা গেছেন চারজন। আবহাওয়াবিদদের পরিসংখ্যান বলছে, ১০ বছরে দেশে বজ্রপাতে মৃত্যু হয়েছে প্রায় ২ হাজার মানুষের। গেল কয়েক বছরে এই প্রাকৃতিক দুর্যোগে মৃত্যুর হার সবচেয়ে বেশি। তবে সচেতনতাই পারে মৃত্যুঝুঁকি কমাতে।

আবহাওয়া অধিদফতর বজ্রপাতের সময় কী করতে হবে তা জানিয়েছে। বজ্রপাতের সময় কোনো উঁচু গাছ বা ধাতব টাওয়ারের নিচে বা সংস্পর্শে না থাকা, এগুলো থেকে অন্তত ৪ মিটার বা আরো বেশি দূরত্বে থাকতে হবে। মাঠে থাকলে মাটিতে শুয়ে পড়া যাবে না, হাঁটু গেড়ে যতটা সম্ভব দুই পায়ের পাতা উঁচু করে রাখতে হবে; পায়ে রাবারের স্যান্ডেল থাকলে আপনি বেশি নিরাপদ; পানিতে থাকা যাবে না, নৌকায় থাকলে শুয়ে পড়তে হবে; খেয়াল রাখতে হবে যেন অন্য কিছুর থেকে নিজের উচ্চতা বেশি না হয়; গাড়ির মধ্যে থাকলে-গাড়ির দেয়াল বা ধাতব-স্পর্শে থাকা যাবে না; বজ্রপাতের সময় ঘরের মধ্যে অবস্থান নেওয়া সবচেয়ে নিরাপদ; টিভি অ্যান্টেনার তার বা বাইরের সঙ্গে সংযুক্ত এমন কিছুর সংস্পর্শে থেকে দূরে থাকতে হবে; ঝড়ের পরে অন্তত ৩০ মিনিট বাইরে না থাকা নিরাপদ। আবহাওয়াবিদদের মতে, মার্চ থেকে এপ্রিল মাস পর্যন্ত উত্তর-পশ্চিম কোণে মেঘ থাকলে সাবধানতা অবলম্বন করা জরুরি। কারণ এ ধরনের মেঘ থেকে ঝড় ও বজ্রপাত হয়ে থাকে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close