চট্টগ্রাম ব্যুরো

  ২৬ এপ্রিল, ২০১৯

থাকার ঘরে আছড়ে পড়ল গাড়ি ৪ শ্রমিকের করুণ মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুরে একটি জিপ (চাঁদের গাড়ি) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পতিত হলে ইটভাটার টিনশেডে ঘুমন্ত অবস্থায় ৪ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরো তিনজন। গতকাল বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

রাঙ্গুনিয়া থানা পুলিশ জানায়, কাঠবোঝাই একটি জিপ (চাঁদের গাড়ি) নিয়ন্ত্রণ হারিয়ে ইসলামপুর-গাবতল সড়কের পাশে টিনশেড ঘরে ঢুকে গেলে এ সময় সেখানে ঘুমন্ত অবস্থায় থাকা চার শ্রমিক মারা যান। নিহতরা হলেন মো. জাফর (৩৫), মো. রিয়াদ (১৮), মো. নাজিম (২২) এবং মো. মুনাফ (৫২)। নিহত ইটভাটা শ্রমিকদের বাড়ি নোয়াখালীর হাতিয়ায় বলে জানা যায়। তাদের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত মো. বেচু (১৫), মো. নাজিম উদ্দিন (১২) এবং মো. সিদ্দিক (৩০) কে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাঙ্গুনিয়া থানার ডিউটি কর্মকর্তা জানান, রাঙামাটি থেকে কাঠবোঝাই জিপটি চট্টগ্রামের দিকে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। জিপটিকে জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। আহতদের মধ্যে মো. বেচু গুরুতর আহত হলেও অন্যদের আঘাত তেমন গুরুতর নয় বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close