নিজস্ব প্রতিবেদক

  ১৯ এপ্রিল, ২০১৯

নিয়ম না মানায় তুরাগে সেতুর খুঁটি উচ্ছেদ

তুরাগ নদীর তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে গিয়ে সড়ক ও জনপথ অধিদফতরের নির্মাণাধীন একটি সেতুর পিলার গুঁড়িয়ে দিয়েছে বিআইডব্লিউটিএ। টঙ্গীর কাছে কামারপাড়ায় তুরাগ নদে একটি সেতুর পাশে আরেকটি নতুন সেতু নির্মাণের জন্য ওই পিলার তৈরি করা হয়েছিল বলে জানান বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিন। তবে তা যথাযথ প্রক্রিয়া মেনে হয়নি জানিয়ে তিনি বলেন, বিদ্যমান ব্রিজের পার্শ্বে তুরাগ নদের জায়গা ভরাট করে বিআইডব্লিউটিএর অনুমতি না নিয়েই নিচু উচ্চতায় ওই পিলার তৈরি করা হয়েছিল। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত অভিযানে এই সেতুর প্রাথমিক কাজ অপসারণ ছাড়াও প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আরিফ উদ্দিন জানান, তুরাগ নদীর তীরের কামারপাড়াসংলগ্ন মাছিমপুর মৌজায় অভিযান চালিয়ে ১১টি একতলা, ১০টি আধাপাকা, ২০টি টিনশেডসহ মোট ৯৮টি স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় ছয়টি বালুর গদি ৭৪ লাখ ৭৬ হাজার টাকায় নিলাম দেওয়া হয় এবং চার একর তুরাগ নদের তীরভূমি অবমুক্ত করা হয়।

২০১৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একনেক বৈঠকে ঢাকার চারপাশের নদী ও চট্টগ্রামের কর্ণফুলী নদীর দূষণ বন্ধ ও নাব্য ফিরিয়ে এনে নদী রক্ষায় টাস্কফোর্স গঠন করে দেন। তারই ধারাবাহিকতায় এই উচ্ছেদ কার্যক্রম চলছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close