সাতক্ষীরা প্রতিনিধি

  ০৯ এপ্রিল, ২০১৯

দুদকের অভিযান

দৌড়ে পালালেন দালালরা

সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুদক কর্মকর্তারা আকস্মিক এ অভিযান চালায়। অভিযানের সময় চিহ্নিত পাসপোর্ট অফিসের দালাল শহিদুল আলমকে আটক করেন দুদক কর্মকর্তারা।

দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তরুণ কান্তি ঘোষের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযান শেষে তিনি জানান, সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালদের মাধ্যমে বাড়তি ২ হাজার টাকা নেওয়া হয় এমন অভিযোগ রয়েছে। এছাড়া বাড়তি ওই ২ হাজার টাকা ছাড়া সাধারণ জনগণ পাসপোর্ট করতে পারে নাÑ এমন অভিযোগে অভিযান চালানো হয়েছে। এ সময় এমন অভিযোগের সত্যতা পাওয়া গেছে। শহিদুল আলম নামের এক চিহ্নিত দালালকে আটক করা সম্ভব হলেও বাকিরা দৌড়ে পালিয়ে যান।

দুদক কর্মকর্তা তরুণ কান্তি ঘোষ আরো বলেন, পরবর্তী সময়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আকরামুল ইসলামের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আটক দালাল শহিদুল আলমকে ২ হাজার টাকা জরিমানা করে মুক্তি দেওয়া হয়। এছাড়া পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের সতর্ক করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close