কুমিল্লা প্রতিনিধি

  ১৬ মার্চ, ২০১৯

অগ্নিকাণ্ডের ঝুঁকিতে কুমিল্লা নগরীর ৯০ ভাগ ভবন

কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় বহুতল ভবনের সংখ্যা দ্রুত বাড়ছে। বাণিজ্যিক ও আবাসিক ব্যবহারের জন্য এসব ভবন গড়ে তোলা হলেও প্রায় ৯০ ভাগ ভবনে নেই অগ্নিনির্বাপণের পর্যাপ্ত সরঞ্জাম। বহুতল ভবনগুলোর পাশে নেই পর্যাপ্ত রাস্তা। যে কারণে আগুন লাগলে ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশে ব্যাঘাত ঘটবে। এছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কাছে নেই বহুতল ভবনে অগ্নিকান্ড মোকাবিলার মতো সরঞ্জাম। যে কারণে আগুন লাগলে ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকান্ডের পর গত কয়েক দিনে কুমিল্লা নগরীর একাধিক আবাসিক ও বাণিজ্যিক ভবনে অগ্নিকান্ডের ঘটনায় এ আশঙ্কা বাড়ছে। সাধারণত ছয়তলার ওপরের ভবনকে বহুতল ভবন বলা হয়। কুমিল্লা নগরীতে এমন ভবন রয়েছে ৩ শতাধিক। এর মধ্যে নগরীর মনোহরপুর, বজ্রপুর, শুভপুর, রেসকোর্স, ঠাকুরপাড়া, মোগলটুলী, কাপ্তানবাজার, কালিয়াজুরি ও বাগিচাগাঁওসহ বিভিন্ন এলাকার ভবনগুলোর পাশে নেই পর্যাপ্ত রাস্তা। এছাড়া নগরীর অধিকাংশ এলাকার পুকুর-দিঘিগুলো ভরাট হয়ে গেছে। আগুন নেভাতে পানির পর্যাপ্ত ব্যবস্থাও নেই।

এছাড়া আগুন লাগলে জরুরি অবস্থায় বের হওয়ার সিঁড়িও নেই ভবনগুলোতে। নগরীর মফিজাবাদ ও নুনাবাদ কলোনি বেশি ঝুঁকিতে রয়েছে। কারণ এসব কলোনিতে প্রতি বছরই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি সূত্র জানায়, তারা আল্লাহর ওপর ভরসা করে চলছেন। অগ্নিকান্ডের ঘটনা নিয়ন্ত্রণে তারা মান্ধাতার আমলের সরঞ্জামের ওপরই নির্ভর করছেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন কুমিল্লা শাখার সভাপতি ডা. মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, নগরীর অধিকাংশ এলাকার পুকুর-দিঘিগুলো ভরাট করে ফেলা হয়েছে। আগুন নেভানোর পানির ব্যবস্থা নেই। ৯০ ভাগ ভবনে আগুন নির্বাপণের সরঞ্জাম নেই। ভবনের প্ল্যান অনুমোদনের সময় কর্তৃপক্ষকে আরো নজরদারি বাড়ানো প্রয়োজন। এছাড়া নগরীর সড়ক ফায়ার সার্ভিসের গাড়ি, অ্যাম্বুলেন্স প্রবেশের মতো চওড়া করা প্রয়োজন। এসব বিষয়ে প্রশাসন ও সিটি করপোরেশনকে আরো জোরালো ভূমিকা রাখতে হবে। নয়তো ভয়াবহ দুর্ঘটনার জন্য অপেক্ষা করতে হবে।

কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অনুপম বড়–য়া বলেন, ভবনের প্ল্যান অনুমোদনের সময় অগ্নিনির্বাপণের বিষয়টিতে গুরুত্ব দেওয়া হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অনুমোদন নেওয়ার পর প্ল্যান পাস করা হয়। ফাঁকফোকর দিয়ে অগ্নিনির্বাপণ ব্যবস্থা না নিয়ে কেউ যেন ভবন তৈরি করতে না পারে সে বিষয়ে নজরদারি বাড়ানো হবে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লা কার্যালয়ের সহকারী পরিচালক রতন কুমার নাথ বলেন, ছয়তলার ওপরের ভবনে আগুন নেভানোর মতো সরঞ্জাম আমাদের নেই। আবেদন পেলে ভবনের অনুমোদন দেওয়ার বিষয়ে আমরা তদন্ত করি। তবে আমাদেরও জনবল এবং সরঞ্জাম সংকট রয়েছে। এর মাঝেও আমরা দায়িত্ব পালন করছি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close