নিজস্ব প্রতিবেদক

  ৩১ ডিসেম্বর, ২০১৮

ইসি অভিযোগের তদন্ত করবে গওহর রিজভী

প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেছেন, নির্বাচনে যদি কোনো অনিয়ম ঘটে থাকে তবে নির্বাচন কমিশন (ইসি) তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। গতকাল রোববার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় তিনি এ কথা বলেন। গওহর রিজভী বলেন, ‘এটি ইসির দায়িত্ব অভিযোগের সত্যতা আছে কি না, সেটি প্রমাণ করা। যদি নির্বাচন কমিশন মনে করে কোনো প্রার্থী অন্যায় কিছু করেছেন, তবে তার অধিকার আছে বিজয়ী প্রার্থীর ফল বাতিল করে দেওয়ার।’

গওহর রিজভী স্বীকার করেন যে, ১৮ জন নির্বাচনী সহিংসতায় মারা গেছেন। এটি অত্যন্ত দুঃখজনক মন্তব্য করে তিনি বলেন, ‘সহিংসতা কমানোর জন্য আমাদের রাজনৈতিক প্রতিষ্ঠান, পদ্ধতি এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।’ গওহর রিজভী বলেন, ‘আমাদের যত বেশি নির্বাচন হবে, তত বেশি আমরা শিখব, পরিপক্ব হব এবং নিজেদের উন্নতি সাধন করতে পারব।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close