চট্টগ্রাম ব্যুরো

  ২৩ ডিসেম্বর, ২০১৮

চট্টগ্রামে গৃহবধূকে হত্যার অভিযোগ

চট্টগ্রাম নগরে বিয়ের দুই মাসের মধ্যে এক গৃহবধূ হত্যার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সকাল ৮টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী ও ভাবিকে পুলিশ হেফাজতে নিয়েছে। নিহত বিবি নিসার শিবলী (২০) বায়েজিদ থানাধীন হাজি পাড়ার হাজি মো. রফিকের মেয়ে। তার স্বামী মো. আজগর নগরের পাঁচলাইশ থানাধীন মুরাদপুর পিলখানা এলাকার বাসিন্দা। আজগর মুরাদপুরে যন্ত্রাংশের ব্যবসা করে আসছিলেন। পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া বলেন, আজগরের সঙ্গে শিবলীর বিয়ে হয়েছে গত অক্টোবরে। আজগর দাবি করছেন, সকালে বাথরুমে পড়ে গিয়ে তার স্ত্রী আহত হয়। এরপর তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি বলেন, দুই মাস আগে বিয়ে হয়েছে, এমন এক যুবতী বাথরুমে পড়ে মারা যাবেÑ এটা বিশ্বাসযোগ্য নয়। পাশাপাশি গলায় দাগ আছে, মাথায় আঘাতের চিহ্ন আছে। সেটি আমাদের সন্দেহকে আরো বাড়িয়ে দিয়েছে। নিহতের স্বামী ও ভাবিকে আমরা হেফাজতে নিয়েছি। জিজ্ঞাসাবাদ চলছে।

এদিকে নিহতের স্বজনরা অভিযোগ করেছেন, আজগরের সঙ্গে তার ভাবির অনৈতিক সম্পর্ক রয়েছে। যার কারণে বিয়ের পর থেকেই শিবলীকে নির্যাতন করা হতো। শিবলীর বাবা বেঁচে নেই। ভাইও নেই। নির্যাতনের বিষয়টি জানলে কষ্ট পাবেন, সে চিন্তায় বয়স্ক মাকেও জানাত না সে। তবে স্বজনদের কয়েকজনকে নির্যাতনের বিষয়টি জানালেও এর কারণ বলেনি সে। পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তারা। পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) শাহাতাৎ হোসেন বলেন, নিহতের স্বামী আজগর ও ভাবিকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। সন্ধ্যা পর্যন্ত তারা খুনের অভিযোগ স্বীকার করেননি। তাদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close