কূটনৈতিক প্রতিবেদক

  ১৩ ডিসেম্বর, ২০১৮

রোহিঙ্গাদের জন্য ভারতের তৈরি ৫০ বাড়ি হস্তান্তর

রোহিঙ্গাদের জন্য রাখাইনে নির্মিত ৫০টি ফ্যাব্রিকেটেড বাড়ি মিয়ানমারের কাছে হস্তান্তর করেছে ভারত। মিয়ানমারে ভারতের রাষ্ট্রপতির সফরকালে এ বাড়ি হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়। গতকাল বুধবার মিয়ানমারের প্রেসিডেন্ট অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে।

মিয়ানমার প্রেসিডেন্ট অফিস এক বিজ্ঞপ্তিতে জানায়, ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ গত মঙ্গলবার মিয়ানমারে যান। সে সময় নেপিদোয় মিয়ানমারের প্রেসিডেন্ট প্যালেসে দেশটির রাষ্ট্রপতি উ উইন মিন্টের সঙ্গে এক বৈঠক হয়। বৈঠকে দুদেশের রাষ্ট্রপতি দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

বৈঠক শেষে দুই রাষ্ট্রপতির উপস্থিতিতে মিয়ানমারে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিক্রম মিশ্রি রাখাইনে রোহিঙ্গাদের জন্য নির্মিত প্রথম দফায় ৫০টি ফ্যাব্রিকেটেড বাড়ি হস্তান্তর করেন। মিয়ানমারের সমাজকল্যাণ, ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী ড. উইন মিয়াত আইয়ের কাছে এসব বাড়ি হস্তান্তর করেন তিনি। ভারত সরকার রোহিঙ্গাদের জন্য ২৫০টি নির্মাণ করছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close