আদালত প্রতিবেদক

  ১৯ অক্টোবর, ২০১৮

খালেদার মামলা

চ্যারিটেবল ট্রাস্টে আপিল, গ্যাটকোর শুনানি পেছাল

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিচারিক কার্যক্রম চলা নিয়ে রিভিশন খারিজ করে দেওয়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছেন খালেদা জিয়া। গতকাল বৃহস্পতিবার আপিল বিভাগে এ আবেদনের কথা জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। এদিকে, গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ ২০ আসামির বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠনের শুনানি পিছিয়ে ১৫ নভেম্বর ধার্য করেছেন আদালত। গতকাল মামলার চার্জ গঠনের শুনানির দিন ধার্য ছিল। কিন্তু এ মামলার দুই আসামি তানভীর আহমেদ এবং গালিব হোসেনের পক্ষে হাইকোর্টের স্থগিতাদেশ থাকায় শুনানি পেছানোর আবেদন করেন তাদের আইনজীবীরা।

রাজধানীর বকশীবাজার আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু সৈয়দ দিলজার হোসেন সময়ের আবেদন মঞ্জুর করে পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

আর নিরাপত্তার কারণ উল্লেখ করে গত ৪ সেপ্টেম্বর চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচার কার্যক্রম পরিচালনার জন্য পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রশাসনিক ভবনের ৭ নম্বর কক্ষকে অস্থায়ী আদালত হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে সরকার।

এ মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-৫ বিচারক মো. আখতারুজ্জামান ২০ সেপ্টেম্বর এক আদেশে খালেদা জিয়ার অনুপস্থিতিতে মামলাটির বিচার কার্যক্রম চলবে বলে আদেশে দেন। এর বিরুদ্ধে গত ২৭ সেপ্টেম্বর হাইকোর্টে রিভিশন আবেদনটি করেন খালেদা জিয়া।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close