নারায়ণগঞ্জ প্রতিনিধি

  ৩০ জুন, ২০১৮

না.গঞ্জে পানি দাবি অবরোধ বিক্ষোভ

নারায়ণগঞ্জের বন্দরে ওয়াসার পানির দাবিতে এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। গতকাল শুক্রবার উপজেলার দাসেরগাঁও, চৌরাপাড়া, উত্তর লক্ষণখোলা, দক্ষিণ লক্ষণখোলাসহ বেশ কয়েকটি এলাকার মানুষ একত্রিত হয়ে ঢাকা-মদনগঞ্জ-মদনপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন তারা। এ সময় রাস্তার দুই পাশে যানজটের সৃষ্টি হয়। পরে স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত হয়ে দ্রুত পাম্প মেরামত ও পানি সরবরাহের আশ্বাস দিলে এলাকাবাসী সড়ক অবরোধ তুলে নেন। এলাকাবাসীর অভিযোগ, এক মাস ধরে উত্তর লক্ষণখোলা এলাকার ওয়াসার পানির পাম্প বিকল হয়ে পড়ে থাকলেও কর্তৃপক্ষ তা মেরামতের উদ্যোগ নিচ্ছে না। এ কারণে পানির অভাবে সিটি করপোরেশনের দুটি ওয়ার্ডের প্রায় ত্রিশ হাজার মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এ ব্যাপারে সিটি করপোরেশনের মেয়র এবং স্থানীয় সংসদ সদস্যকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা না নেওয়ায় এলাবাসাী ক্ষোভ প্রকাশ করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist