নিজস্ব প্রতিবেদক

  ২২ জুন, ২০১৮

সুদের হার না কমালে ব্যাংককে কর ছাড় নয় : এনবিআর

প্রস্তাবিত বাজেটে ব্যাংক খাতে করপোরেট কর কমানোর কথা বলা হলেও ব্যাংকগুলো যদি ব্যবসা প্রতিষ্ঠানকে স্বল্প সুদে ঋণ না দেয় তবে সেই সুবিধা পাবে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। গতকাল বৃহস্পতিবার মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এমসিসিআই) এক সংবাদ সম্মেলনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। গত ৭ জুন জাতীয় সংসদে উপস্থাপন করা ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যাংক খাতের করপোরেট কর আড়াই শতাংশ কমিয়ে সাড়ে ৩৭ শতাংশে নির্ধারণের প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মূলত বিনিয়োগকে উৎসাহিত করতে এ প্রস্তাব করেন তিনি। এ প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান বলেন, ব্যাংকগুলোর সৌভাগ্য যে তাদের কর কমানো হয়েছে। তবে উদ্যোক্তাদের ঋণের সুদ হার ঠিক না রাখলে এই সুবিধা ব্যাংকগুলো পাবে না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist