সংসদ প্রতিবেদক

  ৩০ মে, ২০১৮

পার্বত্য চট্টগ্রামে শিক্ষক নিয়োগ জেলা পরিষদের হাতে দেওয়ার সুপারিশ

পার্বত্য চট্টগ্রামে দ্বিতীয় শ্রেণির পদমর্যাদার প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক নিয়োগের এখতিয়ার জেলা পরিষদের হাতে হস্তান্তরের সুপারিশ করেছে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এ কমিটির বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছে।

জাতীয় সংসদ ভবনে গতকাল মঙ্গলবার এ বৈঠকে সভাপতিত্ব করেন সংসদীয় কমিটির আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। বৈঠকে কমিটির সদস্য পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং, কুজেন্দ্র লাল ত্রিপুরা, ফিরোজা বেগম (চিনু) এবং এম এ আউয়াল এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে পার্বত্য খাগড়াছড়ি জেলায় বাস্তবায়নাধীন প্রকল্পসমূহের অগ্রগতি তুলে ধরা হয়। আলোচনা শেষে জেলা পরিষদের ইউএনডিপির চলমান উন্নয়ন প্রকল্পসমূহের কার্যক্রম মনিটরিং জোরদারের সুপারিশ করা হয়। এ ছাড়া বৈঠকে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকার ভবনগুলোতে অগ্নিকান্ড প্রতিরোধে বাস্তবতার নিরিখে দরকারি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist